সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গরমের হাত থেকে রেহাই দে’বে হোমিওপ্যাথি! কোন কোন ওষুধ কা’জে লাগবে আপনার?

অসহ্য গরম সহ্য করতে পারছেন না জানেন একটা ওষুধ আপনাকে এই গরম থেকে রেহাই দিতে পারে? কোন একটা নির্দিষ্ট ওষুধ নয় বরং একটা ওষুধের ফর্মুলা যার নাম হোমিওপ্যাথি! এই হোমিওপ্যাথি আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে গরমে। গরমে অনেক সময় ত্বকের সমস্যা হতে পারে ত্বকের প্রদাহ হতে পারে।

আর সেটা থেকে মুক্তি দেবে ক্যালেন্ডুলা। ঘামাচি ফুসকুড়ি যে কোনো সমস্যা চটজলদি সমাধান বার করে এই ওষুধ। গরমের মধ্যে পড়ে গিয়ে যদি কোথাও ব্যাথা লাগে তবে সে ক্ষেত্রে পেশী ফুলে যাওয়ার মতন সমস্যা হতে পারে। সেই সমস্যা সমাধান করে আর্নিকা।

এরপরই রয়েছে বেলাদোনা। এই ওষুধ আর্নিকার মতন কাজ করে। শরীরে গরমে জলের অভাব দেখা যায় কিংবা অতিরিক্ত জলের অভাবে রোদে মাথা ব্যথা করে সেক্ষেত্রে মুশকিল আসান করতে পারে এই ওষুধ। তাই নির্ভয়ে এই হোমিওপ্যাথিক ওষুধের শরণাপন্ন হতে পারেন।

আরো খবর: মুম্বইয়ে প্রোপার্টি বি’ক্রি করে দিলেন প্রিয়াঙ্কা, তবে কি দেশের সঙ্গে স’ম্প’র্ক ছিন্ন করলেন অভিনেত্রী?

প্রচন্ড গরমে রাস টক্সের উপর ভরসা করতে পারেন। এই ওষুধ আইভি পাতার নির্যাস দিয়ে তৈরি করা হয় চুলকানির ফুসকুড়ি দাদ হাজা যেকোনো কিছুর মোকাবিলা করতে সক্ষম।

গরমের মধ্যে শরীরের কোথাও যদি পোকামাকড় কামড়ায় তবে ভরসা করতে পারেন লেদামের উপর। এই ওষুধ সেরা হোমিওপ্যাথিক ওষুধ হিসেবে কাজ করে। এছাড়া কাটা পোড়া নানান রকম সমস্যার মোকাবিলায় অব্যর্থ্য হিসেবে কাজ করে এই ওষুধ।