সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মানুষে’র শ’রী’রের গ’ন্ধ দি’য়ে’ই চে’না যাবে তার ব্য’ক্তি’ত্ব! জে’নে নি’ন প’দ্ধ’তি

মানুষের শরীরের গন্ধ দিয়েই চেনা যাবে তার ব্যক্তিত্ব! জেনে নিন পদ্ধতি

মানুষ চেনার বিভিন্ন পদ্ধতি আছে। কখনও কখনও মানুষ কেমন তা বোঝা যায় তার শরীরের গঠন, তার হাত পায়ের আকৃতি ইত্যাদির মাধ্যমে। আবার অনেক ক্ষেত্রে গন্ধ দিয়েই চেনা যায় মানুষের ব্যক্তিত্ব। অর্থাৎ কোন মানুষ কেমন তা বোঝা যাবে সে কেমন গন্ধ পছন্দ করে তার ওপর ভিত্তি করে। এখন থেকে সত্যিই মানুষ চিনতে আর অন্য কিছুর প্রয়োজন নেই। তাহলে দেখে নেওয়া যাক কোন ব্যক্তিত্বের মানুষের কোন গন্ধ প্রিয়।

১. গোলাপের গন্ধ– কোনো কোনো মানুষের কাছে গোলাপ ফুল প্রিয়। মানুষ সাধারণত ফুল পছন্দ করে থাকে ফুলের সৌন্দর্য্য এবং সুন্দর মিষ্টি গন্ধের জন্য। সেক্ষেত্রে বলা যায় যারা গোলাপের গন্ধ পছন্দ করেন তারা খুব কৌতুহলী প্রকৃতির হয়। সব কিছুতেই যেন তাদের কৌতুহল বেশি।

২. চন্দন বা ভ্যানিলার গন্ধ – কিছু কিছু ব্যক্তি আবার চন্দন বা ভ্যানিলার গন্ধ পছন্দ করে। চন্দনের গন্ধ পছন্দ করার কারণ হল ব্যক্তি ভীষণ উচ্চাকাঙ্ক্ষী প্রকৃতির হয়। আর ভ্যানিলার গন্ধ পছন্দ করার কারণ হল তারা প্রাণশক্তিতে ভরপুর হন।

৩. ফ্রুটের গন্ধ – যদি কেউ ফলের গন্ধ পছন্দ করেন তাহলে সে খুব মুডি মানুষ। তাই খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে এই ধরনের মানুষকে। অর্থাৎ সত্যিই বলা খুব মুশকিল কখন তার মুড কখন কীরকম থাকবে। হয়তো এই মুহূর্তে সে খুব খুশি আছে, তো পরক্ষণেই আবার রেগে আগুন।

৪. ফ্রুটির গন্ধ – আবার অন্যদিকে হানি সাকলের গন্ধ যে মানুষ খুব পছন্দ করে থাকেন সে খুব হাসিখুশি হয়। সাধারণত মনে করা হয় হাসিখুশি প্রকৃতির মানুষের মন খুব সহজ সরল হয়।

৫. জুঁই ফুলের গন্ধ – অনেকেই আছেন যারা অ্যাডভেঞ্চার করতে বেশি ভালোবাসেন। এই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ খুঁজে নেওয়ার একটাই উপায় হল জুঁই ফুল। যারা জুঁই ফুলের গন্ধ বেশি পছন্দ করেন তারা ভীষণ অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হন।

৬. ল্যাভেন্ডারের গন্ধ – ল্যাভেন্ডার ফুল বা তার গন্ধ অনেকে পছন্দ করে থাকে। ল্যাভেন্ডার ফুল বা তার গন্ধ যাদের খুব প্রিয় তাদের একটা বিশেষ গুণ লক্ষ্য করা যায় এবং সত্যিই সে গুণের কদর করতে হয়। সেই মানুষ খুব ভালো বন্ধু হতে পারেন। এই জীবনে ভালো বন্ধু মেলা সত্যিই খুব দুষ্কর। যে মানুষ জীবনে চলার পথে একটা ভালো বন্ধু পেয়ে যায় সে ভীষণ ভাগ্যবান হয়। তাই ভালো বন্ধু চেনার একটা উপায় তো পেয়েই গেলেন। তাহলে আর চিন্তা কিসের? কারোর সাথে বন্ধুত্ব করতে চাইলে তাকে আগে থেকেই জিজ্ঞাসা করে নিন তাঁর ল্যাভেন্ডার পছন্দ কিনা? যদি দেখেন যে আপনার সেই নতুন বন্ধু ল্যাভেন্ডার পছন্দ করেন তাহলে আর অন্য কিছু চিন্তা না করে জীবনে ওই বন্ধু কে জায়গা দিতে পারেন।

৭. লেবুর গন্ধ – আবার কারোর যদি লেবুর বা লেবুর পাতার গন্ধ পছন্দ হয়ে থাকে তাহলে সে খুব ভালো নেতা বা নেত্রী হতে পারবে। সে ভালোরকম নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে।

তাহলে কি বুঝছেন? সত্যিই মনে হচ্ছে মানুষ চিনতে গেলে আর অন্য কোনো উপায় ভাবার প্রয়োজন নেই। তার জন্য গন্ধই যথেষ্ট। তাহলে এবার থেকে খুব সহজেই চিনে নিতে পারবেন আপনার মনের মতো মানুষ।