সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একতা বা’ড়া’নো’র জন্য মঙ্গলবার করে একত্রিত হো’ন হিন্দুরা, সনাতনীদের কট্টরপন্থী হওয়ার ডা’ক শক্তিমানের

মুকেশ খান্না যিনি জনপ্রিয় আমাদের কাছে শক্তিমান হিসেবেই। ছোটবেলার সমস্ত প্রভৃতি আমাদের এই শক্তিমানের সাথেই জড়িয়ে রয়েছে। এই মুকেশ খান্না শক্তিমানের চরিত্রের মতোই স্পষ্টবাদী।

তিনি তার বলেন একেবারে সোজাসাপ্টা। মুকেশ খান্না দারুন ভাবে সক্রিয় স্যোশাল মিডিয়ায়, সমস্ত কিছুর ওপরেই তিনি তার মত পোষণ করে থাকে। তাই এবারও তিনি তার মত পোষণ করেছেন সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে।

বর্তমান সময়ে পয়গম্বর ইস্যু হয়ে দাঁড়িয়েছে ,এই নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।বিভিন্ন রাজ্যে হচ্ছে অশান্তি। ঠিক এই পরিস্হিতির মধ্যে যারা কিনা অন্যান্য ধর্মের তারা একত্রিত হয়েছে। ঠিক সেইভাডৈই হিন্দুদের একত্রিত হওয়ার ডাক দিয়েছে মুকেশ খান্না।

আরো পড়ুন: পাক জ’ঙ্গি’র নাম রাষ্ট্রপুঞ্জের তালিকায় যু’ক্ত করার চে’ষ্টা করেও পারলো না ভারত-আমেরিকা, বা’ধা চীনের

তিনি স্পষ্টবাদী, তিনি স্পষ্ট জানিয়েছেন টুইট করে কোনো ধর্মই ছোট নয়।সবার মধ্যে একতা থাকা জরুরি।তাই মুসলিমদের তেমন কট্টরপন্থী বলা হয়, তেমনভাবেই হিন্দুদের সাম্প্রদায়িক বলা হয়।তাই হিন্দুদের প্রতি বার্তা কট্টর হন।তবে মাথায় রাখতে হবে কট্টর হন নিজের ধর্মের জন্য অন্যের ধর্মের জন্য নয়।

 

View this post on Instagram

 

A post shared by Mukesh Khanna (@iammukeshkhanna)

তিনি বলেছেন, মুসলিম ধর্মের প্রতি একতা রয়েছে। হিন্দুদের নিজেদের রাষ্ট্রেই নিজেদের একত্র হওয়ার কোনো দিন নেই। তিনি মুসলিমদের সুনাম করে বলেছেন, সারা বিশ্বে ১৯০ কোটি মুসলিম রয়েছে তারা নির্দিষ্ট দিনে একত্র হয়।

কিন্তু দেশের ১০০ কোটি হিন্দুদের মধ্যে সেই একতা নেই। তিনি সপ্তাহের মধ্যে মঙ্গলবার কে বেছে নিতে বলেছেন তিনি। অন্য ধর্মের মতো হিন্দুরাও এই দিন মিলিত হন, পরিবারকে সময় দিন। এতে হিন্দু ধর্মের শক্তি বাড়বে।।