সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভা’রী বর্ষণ উত্তর-পূর্ব ভারতে, বি’স্তী’র্ণ এলাকা জলের তলায়

অরুণাচল প্রদেশে ৫ জন ও অসমে ৩ জনের মৃত্যু, এই প্রবল বর্ষণের কারণে। গতকাল সোমবারও প্রবল বর্ষণ হয়েছে উত্তর-পূর্বের বিস্তীর্ণ এলাকাজুড়ে।

অসমের কুড়িটি জেলায় ইতিমধ্যেই বন্যা বিপর্যয়ের কবলে পড়েছে, তার কারণে প্রায় ২ লক্ষ মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে। অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট সূত্রে জানা যাচ্ছে, অসমের কাছারে ৩ জনের মৃত্যু হয়েছে।

এরসাথে আরও জানা যাচ্ছে, ১৬ হেক্টর জমি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে ও ৩৩,০০০ মানুষ চলে গেছে অন্যত্র। এই প্রবল বর্ষণের জেরে ইতিমধ্যেই অসমে ৬ জনের মৃত্যু পর্যন্ত হয়েছে।

আরো পড়ুন: জলের তোড়ে ভে’সে গেলো আ’স্ত ট্রেন! অল্পের জন্য প্রা’ণে বাঁচলেন যাত্রীরা

তবে শুধু অসম রাজ্য নয় অরুণাচল প্রদেশও দারুন ক্ষতির মুখে। সেখানে ধ্বস নেমেছে এবং ধসের কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। অসমের বরাক উপত্যাকায় যোগাযোগ ব্যবস্হা দারুন ভাবে ক্ষতিগ্রস্থ ‌।

এবার যদি আসা যায় ট্রেনের কথায়, সেখানে আরও খারাপ অবস্হা। নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ের সিপিআরও জানিয়েছে, ২৭ টি পয়েন্টে নতুন করে ফাটল দেখা দিয়েছে এর সাথে বহু ট্রেন বাতিল করা হয়েছে ইতিমধ্যে।

নিউ হাফলং স্টেশনের যদি কথা বলা যায়, তাহলে বলতেই হবে খুবই করুণ পরিস্হিতি।৫৩ টি জায়গার মধ্যে ১১ টি পয়েন্ট মেরামত করা গেছে ইতিমধ্যেই।

ধসের কারণে হাফলং-জাটিঙ্গা রাজ্য সড়কের কিছু এলাকা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১- ১৬ মে উত্তর-পূর্বের চার রাজ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আর সেই কারণেই এই করুণ পরিস্হিতির শিকার হয় উত্তর পূর্বের রাজ্য গুলো।