সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বলিউড অভিনেত্রীদের মতোই আয়কর দেন ইনি! দিনে ইনকাম ২ কোটি! জানুন ঘনশ্যামের কাহিনী

আজকাল অধিকাংশ মানুষই এই স্টক মার্কেটিং বিষয়ের উপর আগ্রহ দেখাতে শুরু করেছে। এই স্টক মার্কেট ট্রেডিং এমন একটি ব্যাবসা যেটায় যেমন মুঠো মুঠো প্রফিট রয়েছে তেমন বেশ ঝুঁকিও রয়েছে। কখনো শেয়ার বেড়ে বেশ কিছু লাভ হবে কখনো আবার শেয়ার পড়ে গেলেই নিজের গাঁটের পয়সা চলেও যেতে পারে। এখন বর্তমানে তাই এই স্টক মার্কেট ট্রেডিং নিয়ে রীতিমত পড়াশোনা শুরু হয়েছে।

শুধু তাই নয় ইউটিউবে অনেকেই এই বিষয়ক প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন। তবে সম্প্রতি উত্তর প্রদেশের ঘনশ্যাম যাদব বলে একজন ব্যাক্তি এই স্টক মার্কেট ট্রেডিং থেকে কোটি কোটি টাকা লাভ করেছেন বলে জানা যাচ্ছে। মূলত ব্যাঙ্ক নিফটিতেই ট্রেডিং করেন তিনি। এমনকী, নিজেকে ‘ব্যাঙ্ক নিফটির বস’ বলেও মনে করেন ঘনশ্যাম।

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার ঘনশ্যাম পড়াশোনার জন্য মুম্বই এসেছিলেন। চাকরি করাকালীন স্টক ট্রেডিংয়ে তাঁর আগ্রহ তৈরি হয়। ফলে ধীরে ধীরে তা শিখতে শুরু করেন। ২০১০ সালে স্টক ইনভেস্টমেন্টের প্রথম পদক্ষেপ করেন। নিজের মাইনের টাকা থেকে টাকা জমিয়ে অল্প অল্প করে শেয়ার কিনতে থাকেন তিনি।

প্রাথমিক ভাবে অন্যান্য বিনিয়োগকারীদের মতো তিনিও ক্ষতির মুখে পড়েছিলেন। অনেক লস এসেছে তার জীবনে। তিনি এক সাক্ষাৎকারে জানান, এক বন্ধুর বাবাকে দেখেই মূলত এই বিষয়ে আগ্রহ তৈরি হয়। তিনি জানান, প্রথমে তাঁর মাসিক বেতন ছিল ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকার মধ্যে। সেই বেতনের অর্ধেক তিনি স্টক মার্কেটে ট্রেডিংয়ের জন্য রেখে দিতেন।

আরো খবর: কুম্ভে বক্রী শনি, এই ৫ রাশির জীবনে শুরু হবে অ’শা’ন্তি! বাড়বে দু’শ্চি’ন্তা

কিন্তু এত বার তিনি ঠকেছেন যে একের পর এক সময় তিনি ট্রেডিং ছেড়ে দিয়েছিলেন দিন কয়েকের জন্য। এর পর আবারো তার স্ত্রীর ৫ লক্ষ টাকার গয়না বিক্রি করেও স্টক মার্কেটে খাটান। কিন্তু সেই টাকাও জলে যায়।
এমন দিশেহারা অবস্থাতে দাড়িয়েও আসা ছাড়েন নি তিনি। তিনি আবার টাকা লাগান। আর এর প্রায় ৬-৮ মাস পর ধীরে ধীরে স্টকের প্রবণতা বুঝতে শুরু করেন। টাকা উপার্জন করতে শুরু করেন।

এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ট্রেডিংয়ে এতটাই সাফল্য আসে যে তিনি তার স্থায়ী চাকরি ছেড়ে দেন। ব্যাঙ্ক নিফটি অপশনে ট্রেডিং শুরু করেন। এই প্রসঙ্গে ঘনশ্যাম বলেন যে, “ট্রেডিংয়ে এক দিনে আমি ২ কোটি টাকা যেমন আয় করেছি, তেমনই কখনও কখনও আবার এক দিনে প্রায় ৪০ লক্ষ টাকা পর্যন্ত লোকসানও করেছি। এমনকী, বি-টাউনের অভিনেত্রী আলিয়া ভাট কিংবা ক্যাটরিনা কাইফ যে পরিমাণ আয়কর প্রদান করেন, আমিও ওই একই পরিমাণ আয়কর দিয়ে থাকি।”

বর্তমানে তার একটা ইউটিউব চ্যানেলও রয়েছে যেখানে তিনি ট্রেডিংয়ের লাভজনক কৌশল সম্পর্কে পাঠ দিয়ে থাকেন। আর সাফল্যের ট্র্যাক রেকর্ডের কারণে ঘনশ্যামের ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ হয়। ঘনশ্যামের মতে, জীবনে এবং স্টক মার্কেটে একই ভুল বারবার করা উচিত নয়। ওই ভুল থেকেই শিক্ষা নিতে হবে। তাই কাজটা ঝুঁকিপূর্ন হলেও ঠিকঠাক মতো করতে পারলে অনেক মুনাফা হওয়া সম্ভব।