সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্ব’প্নে কোনোদিন ভগবান দ’র্শ’ন হয়েছে?

নিজের জীবনে ভগবান দর্শনের ইচ্ছে কার না থাকে? কিন্তু সচেতন অবস্থায় তা সম্ভব হয়ে ওঠেনা। কিন্তু স্বপ্নে ভগবান মাঝে মধ্যেই তার ভক্তকে দেখা দেন। এর কারণ কি হতে পারে? ভেবে অনেকেই অবাক হন। স্বপ্নে ভগবান দর্শন কার্যত নতুন আশার আলো দেখায় বলেই মনে করেন ভক্তরা। ঘুমের ঘোরে অনেক সময়ই আমরা এমন অদ্ভুত বেশ কিছু স্বপ্ন দেখে থাকি, যার অর্থ সবসময় আমাদের বোধগম্য হয় না।

যদিও বিশেষজ্ঞদের মতে, আমরা স্বপ্নে যা কিছু দেখি তার সঙ্গে বাস্তব অথবা আসন্ন ভবিষ্যতের মিল থাকে। আজ জেনে নিন স্বপ্নে ভগবান দর্শন করলে কী ফল হয়। ব্যক্তিগত জীবনে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলে অনেক সময় ঘুমের ঘোরে ভগবানকে দেখেন অনেকেই। এর অর্থ হল ভগবান আপনার পাশে রয়েছেন। তিনি আপনার কঠিন দিনগুলিতে আপনার সঙ্গে রয়েছেন।

এভাবে স্বপ্নে ভক্তকে দেখা দিয়ে ভগবান কার্যত এটাই বোঝাতে চান যে তার কঠিন দিন খুব শীঘ্রই শেষ হতে চলেছে। তার সুখের দিন আসন্ন। আবার স্বপ্নে ভগবান দর্শনের আরেক অর্থ এও হতে পারে যে তিনি আপনাকে ভক্তির পথে থাকার মার্গদর্শন করছেন। জীবনে চলার পথে আমরা এমন অনেক পথ অনুসরণ করি যেগুলি হয়তো আমাদের করা উচিত নয়। ভগবান স্বপ্নে এসে তার ভক্তদের উচিত পথে থাকার নির্দেশ দেন।