সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বেশি বেশি সন্তান হো’ক! তবে মহিলা কর্মীরা পাবেন বি’শে’ষ সুবিধা, সিকিম সরকারের ন’য়া ঘোষণা

গত কয়েক বছর ধরে উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে সিকিমের জন্মহার। সন্তান উৎপাদন ক্ষমতা যেন দিন দিন হ্রাস পাচ্ছে সেখানকার মেয়েদের। তাই জন্মহার বাড়াবার জন্য এক অভিনব উদ্যোগ নিল। সাধারণ জনসংখ্যা নিম্নগামী এই অবস্থায় মেয়েরা আরও বেশি করে সন্তান উৎপাদন করুক এমনটাই ভাবনা সিকিম সরকারের।

সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাম জানিয়েছেন মহিলা কর্মচারীদের বেতন বৃদ্ধি ঘোষণা করা হয়েছে যাতে তারা সন্তান প্রসব করতে অনীহা না দেখান। কিন্তু বেতন বৃদ্ধির সঙ্গে সন্তান প্রসব করার কি সম্পর্ক।জানা গিয়েছে দ্বিতীয় সন্তান প্রসব করলে অতিরিক্ত বেতন পাবেন মহিলা কর্মচারীরা। ভারতবর্ষে সবচেয়ে কম জনসংখ্যার রাজ্য সিকিম।

জনঘনত্বের দিক থেকে অনেকটা পিছিয়ে গিয়েছে পাহাড়ি, ওই রাজ্য। এর ফলে সেখানকার জনসংখ্যার উপরে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এই অবস্থায় নতুন কিছু উদ্যোগের চিন্তাভাবনা করছে সিকিম সরকার। অধিবাসীদের মধ্যে সন্তান উৎপাদনের হার বাড়াতে হবে যেভাবেই হোক এমনই ধারনায় বিশ্বাসী সিকিমের মুখ্যমন্ত্রী।

আরো খবর: ডাবল ডিমের কুসুম ভে’বে আপনি কোন ডিম খা’চ্ছে’ন? জানলে অ’বা’ক হতে বা’ধ্য

এক বছর আগে তিনি একটি ক্যাবিনেট গঠন করেন। সেখানেই এমন অভিনব পদক্ষেপ নিয়েছেন। সরকারি বিবৃতি দিয়ে জানানো হয় মহিলা সরকারি কর্মচারীরা যদি দ্বিতীয় সন্তানের জন্ম দেন তবে তাদের বেতন বাড়ানো হবে। এমনকি কেউ যদি তিনটি সন্তান প্রসব করেন তবে এই তিনগুণ হয়ে যাবে বেতন।

শিশুর জন্মের পর তাকে পালন করা নিয়েও কোন চিন্তাভাবনা করতে হবে না কারণ মাতৃত্বকালীন এক বছরের ছুটি পাবেন মায়েরা। তবে এক্ষেত্রে বাবারাই বা বাদ যাবেন কেন তাদেরকেও এক মাসের ছুটি দেওয়া হবে। সন্তান জন্ম দেওয়ার আনন্দে এই ছুটি ঘোষণা করেছে সিকিম সরকার।

মুখ্যমন্ত্রী সংবাদ সংস্থাকে জানিয়েছেন সন্তান উৎপাদনের হার কমে যাচ্ছে তাই সেদিকে লক্ষ্য রেখেই এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। মহিলারা যাতে আইভিএফ পদ্ধতির সাহায্যেও সন্তান উৎপাদন করে সে ব্যাপারে তাদের মধ্যে সচেতনতা গড়ে তোলা হচ্ছে। যেভাবেই হোক বাড়াতে হবে সন্তানের উৎপাদন।