সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শেয়ার বাজারে আ’স’ছে Haldiram IPO, কবে ল’ঞ্চ হ’বে জেনে নিন

IPO অর্থাৎ Initial Public Offering হল একধরনের প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানি বাজার থেকে টাকা নিয়ে তাদের ব্যবসায় লগ্নি করে। প্রতি বছর একাধিক কোম্পানি আইপিও-র মাধ্যমে শেয়ার বাজারে তাদের নাম লেখাতে চায়।

এই টাকা দিয়ে কোম্পানির তাদের দেনা শোধ করে, বিনিয়োগকারীদের ইক্যুইটি প্রদান করে, পাশাপাশি ব্যবসার উন্নতিতেও কাজে লাগায়। সম্প্রতি স্ন্যাকসের জন্য বিখ্যাত কোম্পানি হলদিরামের চেয়ারম্যান মনোহর লাল আগরওয়াল জানিয়েছেন তাদের কোম্পানি ভবিষ্যতে আইপিওর মাধ্যমে শেয়ার বাজারে নাম নথিভুক্ত করবে।

হলদিরাম একটি ৮০ বছর পুরনো কোম্পানি। ভুজিয়া এবং ভারতীয় স্ন্যাকসের জন্য বিখ্যাত ব্র্যান্ড হলদিরাম। এই কোম্পানির যাত্রা শুরু হয়েছিল রাজস্থানের বিকানের শহরের একটি ছোট দোকান থেকে।

আরো পড়ুন: ব্রেকিং: অনুব্রত মন্ডলের বাড়িতে এ’বা’র CBI

৮০ বছরের এই যাত্রার মাধ্যমেই আজ সেই ছোট্ট দোকান বিশ্বের সবচেয়ে বিখ্যাত ভুজিয়া এবং ভারতীয় স্ন্যাকস প্রস্তুতকারক কোম্পানিতে পরিণত হয়েছে। বর্তমানে এটি একটি বিলিয়ন-ডলার কোম্পানি।

পরিবারের উত্তরাধিকার সুত্রেই বর্তমানে কোম্পানি সচল। বর্তমানে তৃতীয় প্রজন্মের ওপর দায়িত্ব রয়েছে এই কোম্পানিকে পরিচালনা করার। তিন ভাই – শিব কিষণ আগরওয়াল, মনোহর লাল এবং মধুসূদন আগরওয়াল – বর্তমান সময়ে হলদিরামের দায়িত্বে আছেন।

হলদিরামের চেয়ারম্যানের কথায়, “হলদিরামের নিজস্ব আউটলেটে বেশি জোর দেওয়া হবে। দিল্লিতে মোট ৭০টি আউটলেট রয়েছে যেখানে মিষ্টি এবং স্ন্যাকস পাওয়া যায়।

এই আউটলেটগুলিতে বসে ব্রেকফাস্ট করার সুবিধাও রয়েছে। একইভাবে নাগপুরেও কোম্পানিটি তাদের ভালো ব্যবসা করছে। দিল্লি এবং নাগপুরের আদলে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা বৃদ্ধি করার পরিকল্পনা করা হচ্ছে।

আরো পড়ুন: পিঠ’খো’লা লালপাড় সাদা শাড়ি, নেই ব্লাউজ, ভাইরাল সোহিনীর বো’ল্ড ছবি

পরিধি বৃদ্ধিই বর্তমানে কোম্পানির মূল লক্ষ্য বলে জানা গিয়েছে। দেশের বিভিন্ন বড় বড় শহরে আউটলেট খোলার পরিকল্পনা করা হচ্ছে যেখানে গ্রাহকরা বসে খাবার খেতে পারবেন।

IPO প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২-৩ বছরের মধ্যে কোম্পানিটির আইপিও আনা হতে পারে। কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেগুলি সম্পূর্ণ করার পরই শেয়ার বাজারে নাম নথিভুক্ত করা হবে। ভবিষ্যতের লক্ষ্য FMCG সেক্টরে কোম্পানির আরও উন্নতি ঘটানো।