সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হৈমন্তী না’কি মালদার হোটেলে! নেপালে পালানোর চে’ষ্টা করছেন! রি’পো’র্ট স্বরাষ্ট্রমন্ত্রকে

তথ্য: টিভি ৯ বাংলা

কিছুদিন আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ED -র হাতে গ্রেফতার হয়েছিলেন হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ।তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন । প্রায় ২৬০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছেন তিনি।

সম্প্রতি আদালত থেকে হাজিরা দিয়ে বেরিয়ে এক চাঞ্চল্যকর দাবি করেন কুন্তল।তিনি জানিয়েছেন সব টাকা রয়েছে গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কাছে। তবে সেই টাকা নিয়োগ দুর্নীতির কি না, তা খোলসা করেননি কুন্তল।

হৈমন্তীর খোঁজে খানা তল্লাশি চালাচ্ছে গোয়েন্দারা।কিন্তু এখনও কোনো ফল হয়নি। এরই মাঝে চানচল্যকর দাবি করলেন বিজেপি সাংসদ খগেন মূর্মূ।তিনি জানিয়েছেন তার লোকসভা কেন্দ্রেই মালদার চাঁচলে একটি হোটেলে সোমবার রাতে আশ্রয় নেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়।

তাকে সাহায্য করেন সেখানে তৃণমূল বিধায়ক ও তাঁর অনুগামীরা। চাঁচল থেকে বিহার বা ঝাড়খণ্ড হয়ে নেপালে পালিয়ে যাওয়ার প্ল্যান রয়েছে হৈমন্তীর। এই ঘটনার তদন্তে নেমে হৈমন্তীর খোঁজে হাওড়ার বাড়িতে তার মাকে হৈমন্তী সম্পর্কে প্রশ্ন করা হলে জানায় ‘‘আমায় বিরক্ত করছেন কেনো? হৈমন্তীর কবে বিয়ে হয়েছিল, কবে ডিভোর্স হয়েছিল কিছুই জানিনা।

আরো খবর: একদম কাছের মানুষের হাতেই মৃ’ত্যু হ’বে পুতিনের! দা’বি করলেন জেলেনস্কি

হৈমন্তী এমন অনেক কিছুই করত যা আমাদের অজানা।মেয়ে প্রেম করে বিয়ে করেছিল। আগে মাঝে মাঝে বাড়িতে আসত। কিন্তু এখন আর আসে না। আমার মেয়ে মারা গিয়েছে!তবে আমার মেয়ে নির্দোষ।ও কিছু করেনি।’ কিন্তু সূত্রে খবর কিছুদিন আগেই নিজের বাড়িতে এসেছিল হৈমন্তী।

অন্যদিকে সিবিআই সূত্রে উঠে এসেছে এক নতুন তথ্য।সিবিআই – এর দাবি মুম্বইয়ের ঠিকানায় আরমান গঙ্গোপাধ্যায় (গোপালের পরিবর্তিত নাম) এবং হৈমন্তীর নামে একটি সংস্থার অ্যাকাউন্ট রয়েছে।এই অ্যাকাউন্টে কয়েক লক্ষ টাকার বেআইনি লেনদেনের সূত্রও পাওয়া গেছে।

উল্লেখ্য যে এর আগেও একাধিকবার গোপাল ও তার স্ত্রীর বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ করেছিলেন কুন্তল। এছাড়া এই গোপালকে নিয়োগ দুর্নীতিকাণ্ডের ‘ মাথা ‘ বলেও অভিহিত করেছে কুন্তল।