সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিরাট সু’যো’গ, মহাকাশ বিজ্ঞানের উপর ফ্রি-তে কো’র্স করাবে ISRO

মহাকাশ গবেষক এবং প্রফেশনালস দের জন্য জিও স্পেশাল টেকনোলজি রূপরীতি অনলাইন কোর্স করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আগামী 11 থেকে 15 ই অক্টোবর স্পেশাল অনলাইন কোর্স শুরু হচ্ছে। ইচ্ছুকদের বিনামূল্যে এই কোর্স করানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরো কর্তৃপক্ষ।

এই স্পেশাল কোর্সের নাম রাখা হয়েছে ‘Geospatial Inputs for Enabling Master Plan Formulation under AMRUT Sub-scheme’। যারা ইসরোর তরফের এই কোর্স করতে চান তাদের elearning.iirs.gov.in-এ গিয়ে আবেদন জমা দেওয়ার কথা জানানো হয়েছে।

দেরাদুনে অবস্থিত ইসরোর শাখা সংস্থা Indian Institute of Remote Sensing দ্বারা এই অনলাইন কোর্স ফি সংঘটিত হবে বলে জানানো হয়েছে। আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং এর সঙ্গে যুক্ত ব্যক্তি পড়ুয়া এবং গবেষকরা এই কোর্সটির ডিজাইন করেছেন। গুগোল পরিবেশবিদ্যা সিভিল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার এর মতো বিষয়ও গবেষকরাও করছে অংশগ্রহণ করতে পারবেন।

এই কোর্সের মাধ্যমে জিও স্পেশিয়াল মডেলিংয়ের শিক্ষা প্রদান করা হবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। ইচ্ছুক ব্যক্তিরা সরকারি ওয়েবসাইটে গিয়ে ‘Geospatial Inputs for Enabling Master Plan Formulation under AMRUT Sub-scheme’ নামক একটি অনলাইন অ্যাপ্লিকেশন লিংকে ক্লিক করুন। সেখানে নিজের নাম, ইমেইল আইডি, পাসওয়ার্ড দিন। আপনার মেইলে কিন্তু অ্যাক্টিভেশনের লিংক আসবে। তাতে ক্লিক করুন। Geospatial Inputs for Enabling Master Plan Formulation for AMRUT sub scheme’ নামক কোর্সটি সিলেক্ট করুন। রেজিস্ট্রেশন বোর্ড সিলেট করে শিক্ষাগত যোগ্যতা ও পেশা উল্লেখ করুন। ফর্মটি জমা করে দিন।