সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গ’জ’ব কাহানি! প্রেমিকাকে কতটা ভালোবাসেন তা বো’ঝা’তে পু’রু’ষ অ’ঙ্গে তা’লা লাগালেন যুবক

প্রেমের ফাঁদে পড়ে ভালবাসলে কত কিছুই করে থাকেন মানুষজন। প্রিয়জনকে খুশি করতে দরকার হলে আকাশের চাঁদ পর্যন্ত এনে দেওয়ার চেষ্টায় থাকেন। প্রেমে পড়লে মানুষ এমন অনেক কান্ড ঘটিয়ে ফেলেন যে তা অনেক সময় স্বাভাবিকত্বের সীমা অতিক্রম করে যায়। তাইল্যান্ডের বাসিন্দা এক যুবক তাঁর ভালবাসার প্রমাণ দিতে গিয়ে গোপনাঙ্গে তালা দিলেন। বর্তমানে তাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

৪৮ ঘণ্টা ধরে যৌনাঙ্গে তালা দিয়ে রাখায় স্বাভাবিক ভাবেই তা ফুলে যায়। যন্ত্রণায় কাতরাতে থাকা সেই ‘প্রেমিক‘কে হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, ওই যুবকের প্রেমিকা দিন দুই আগে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যান। ওই যুবক কোনও ভাবে বুঝিয়েও তাঁকে ফেরাতে পারেননি। প্রেম আর প্রেমিকার প্রতি আনুগত্য প্রদর্শন করতে গিয়েই এই কাণ্ডটি তিনি ঘটিয়েছেন।

Bangkok, Thailand, October 13, 2021 (photographs)??????NEWS COPY - WITH PICTURES??????A Thai man was rescued after having penis enlargement injections which he tested out - by having sex with a plastic pipe only to get stuck. The randy man in his 20s rammed his manhood into the one-inch wide grey PVC tube used in kitchen sinks while pleasuring himself at home in Bangkok, Thailand on October 13. However, he called paramedics after realising he could not remove the organ, which began to hurt when it became sore and swelled rapidly. Medics arrived at his apartment but said they could not cut away the makeshift sex-toy themselves and needed a branch that specialises in similar incidents. The man was taken to hospital where volunteer firemen used pliers, a circular cutter and a tube of lubricating gel to begin freeing him. Staff took more than 20 minutes as the man???s organ was tightly stuck inside the narrow pipe. The team had to insert a protective sheet in between the man???s shaft and the pipe to keep the pliers from cutting into his flesh. He told medics that before the bizarre sex act he had recently had undergone a controversial penis enlargement procedure with filler injected into his glands. This made the plastic pipe even harder to break. The man, who has not been named in order to protect his privacy, is said to have told them he 'wouldn't have had this problem' if he hadn't undergone the enlargement procedure. 'I'm annoyed because I spent a lot of money on that, and now I'll have to pay for the medical bills as well,' he added. A rescue team member said that apart from its size, the man's penis swelled every time it was touched, which made the pipe removal more difficult. After the gruelling ordeal, the team finally managed to break the plastic object. Meanwhile, the young man was left at the hospital for further medical treatment. It is unclear whether his penis would still function as normal after the procedure. Rescue team member Nawadol Bhu

আসলে, তিনি তাঁর এই কার্যকলাপের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছিলেন যে, তিনি প্রেমিকা ছাড়া আর কোনও মহিলার সঙ্গে সম্পর্কে জড়াবেন না। সবার প্রথমে যুবকের মায়ের নজরে আসে এই ঘটনা। ছেলেকে যন্ত্রণায় কাতরাতে দেখে তিনি ছুটে আসেন।

তারপর ছেলের কাছ থেকে পুরো ঘটনাটি শুনে তিনি স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যান।স্বেচ্ছাসেবকেরা গোপনাঙ্গের তালা ভাঙতে সচেষ্ট হয়েছিলেন। তবে সফল হননি। পরে তাঁরা চাবি দিয়ে তালা খুলে ওই যুবককে হাসপাতালে নিয়ে যান।