সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Google Pixel 7a: ৪৪ হাজার টা’কা’র ফোন মাত্র ৬ হাজার টা’কা’য়! সীমিত অফার

ভারতের স্মার্টফোনের বাজারে আসতে চলেছে এক যুগান্তকারী পরিবর্তন। মে মাসের ১০ তারিখ থেকেই আসতে চলেছে গুগল পিক্সেল সিরিজ ৭ এ। এই ফোনের বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইনে। ছারের কথা ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালে একটি ইভেন্টে এই ফোন লঞ্চ করা হয়।

ভারতে এই স্মার্টফোনের দাম নির্ধারণ করা হয়েছে ৪৩ হাজার ৯৯৯ টাকা। Flipkart থেকে অর্ডার করা যাবে এই ফোন। এই ফোনের উপর সর্বোচ্চ ৩৮ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে ছার। ৬০০০ টাকার কমে বাড়িতে কিনে আনতে পারবেন এই ফোন।

ফ্লিপকার্টে এই ফোনের উপরে যদি এইচডিএফসি ব্যাংকে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনতে পারেন তবে ৪000 টাকা ছাড় পাবেন! পুরনো ফোন যদি এক্সচেঞ্জ করতে চান তবে সেক্ষেত্রে ৩৪ হাজার টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন।

তবে মনে রাখতে হবে আপনার পুরনো ফোনের অবস্থা খুব ভালো হতে হবে। ব্যাংকের ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার মিডিয়ে পেয়ে যাবেন ৬০০০ টাকা পর্যন্ত অফার।

এই ফোনে রয়েছে ৬.১ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন। মাল্টি টাস্কিঙের জন্য প্রসেসর আছে রয়েছে পিক্সেল ৭ প্র মডেল! এই ফোনের অপারেটিং সিস্টেম চলবে এন্ড্রয়েড তেরোর মাধ্যমে!

ফোন অন রাখার জন্য ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৪৪১০ এমএএইচ। সারাদিন ফোন ঘাটলেও এই ব্যাটারি ২৪ ঘন্টা চালু থাকবে। সুরক্ষার জন্য রয়েছে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।