Home রাজ্য শেওড়াফুলি গঙ্গার ঘা’টে জনতার ভি’ড়, জলে নে’মে ধরতে পারলেই বি’রা’ট লা’ভ

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শেওড়াফুলি গঙ্গার ঘা’টে জনতার ভি’ড়, জলে নে’মে ধরতে পারলেই বি’রা’ট লা’ভ

শেওড়াফুলি তে গঙ্গায় গলদা ধরতে হুড়োহুড়ি। শনিবার সন্ধ্যায় হঠাৎ গঙ্গার ঘাটে এমনই হুড়োহুড়ি নজর কাড়ল এলাকাবাসীর। একটা ঘাট ছেড়ে পাশের ঘাট, পাশের ঘাট ছেড়ে তারপাশের ঘাট। গঙ্গার ঘাটে ঘাটে হঠাৎ ভিড় পুরুষ-মহিলাদের।

কেউ হাঁটু জলে নেমে পড়েছেন, কেউ আবার খালি গায়ে কোমর পর্যন্ত ডুবিয়ে হাতড়ে বেড়াচ্ছেন জলের নীচে। প্রথমে পাড়ে দাঁড়িয়ে কেউ বুঝে উঠতে পারছিলেন না। তবে সময় যত গড়ায় ভিড় বাড়তে থাকে গঙ্গার একাধিক ঘাটে।

হুগলির শেওড়াফুলি ফেরি ঘাট সংলগ্ন আদ‍্যি ঘাট, কালিবাড়ির ঘাট-সহ পাশ্বর্বতী ঘাটেও ভিড় তখন উপচে পড়ছে। আসলে, হঠাৎ করেই গঙ্গার ঘাটে ঝাঁকে ঝাঁকে গলদা চিংড়ি হাজির । আর তা ধরতেই এমন হুড়োহুড়ি।

আরো পড়ুন: ভারতীয় ক্রিকেট দলের ৫ জনপ্রিয় ক্রিকেটার যারা বি’য়ে’র পরেও অন্য নারীর স’ঙ্গে স’ম্প’র্কে জড়িয়েছেন

কেউ পলিথিনে, কেউ ব‍্যাগে, কেউ আবার সিমেন্ট-এর বস্তা নিয়েই এসেছেন গলদা ধরতে। যতটা সম্ভব চিংড়ি ধরে ভর্তি করে নিয়ে যাচ্ছেন বাসিন্দারা।