সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নয়া ফি’চা’র আনলো Google Chrome, ব্রাউজারে কি কি করছেন কেউ ধ’র’তে পারবে না

গোপনীয়তা যাদের একান্ত পছন্দ তাদের কথা মাথায় রেখেই গুগল এনেছে বিশেষ সুবিধা, যেখানে ইউজারদের আগে মনে করে নিজের ওয়েব হিস্ট্রি ডিলিট করতে হতো, এবার সেই ঝঞ্ঝাটের থেকে মুক্তির দিন এসে গিয়েছে। কারণ গুগল ক্রোম সম্প্রতি তেমনি একটি আপডেট আনছেন যেখানে অটোমেটিক ডিলিট ব্রাউজিং হিস্ট্রির সুবিধা বর্তমান।

আপাতত এই ফিচারসটি নিয়ে গবেষণা এবং নানান পরীক্ষা-নিরীক্ষা চলছে, সমস্তটাই এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। তবে জানা গেছে নতুন এই ফিচারসটিতে রয়েছে ১৫ মিনিট অন্তর হিস্ট্রি মুছে ফেলার সুবিধা যে কারণে ইউজাররা গুগল ক্রোম খুললেই ডানদিকের ওপরে যে তিনটি ডট রয়েছে তাতে ক্লিক করলে ওই অপশনে পৌঁছতে আর সক্ষম হবেন না।

এই নতুন আপডেটেড ব্রাউজারের উপর মানুষের নিজস্ব কন্ট্রোল থাকবে অনেক বেশি। একসময় ইউজারদের মনে করে রেখে এই সমস্ত হিস্ট্রি ডিলিট করার মত ভয়ংকর অভিজ্ঞতা রয়েছে।

আরো খবর: যে সব ধরণের ক্যা’ন্সা’রে বেশি আ’ক্রা’ন্ত হতে হয় মহিলাদের

এবার নতুন আপডেটেডে উপকৃত হবেন ইউজাররা কারণ গুগল ক্রোম হলো এমন একটি ব্রাউজার যেটি বিশ্বজুড়ে সব থেকে বেশি ব্যবহৃত হয় এবং আগের ভার্সনে সারাদিন ধরে ইউজাররা কি করছেন কোন সাইটৈ কোথায় ঘোরাফেরা করছেন সেই সমস্ত খবর অন্যের হাতে পৌঁছে যাবার ভয় থাকতো।

খুব শিগগিরই আশা করা যায় এই সমস্যা থেকে রেহাই পাবেন যেখানে ইউজারদের গোপনীয়তা এবং বিপুল পরিমাণের ডেটার গোপনীয়তা গোপনই রাখা যাবে ।