সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Airtel গ্রাহকদের জ’ন্য ভা’লো খবর! পাবেন ২৫ শতাংশ ক্যা’শ’ব্যা’ক

এবার এয়ারটেলের পক্ষ থেকে এক দারুণ সুবিধা নিয়ে আসল তাদের গ্রাহকদের জন্য। আপনি যেকোনো রিচার্জ করুন না কেন সব কিছুতেই মিলবে ২৫% ক্যাশব্যাক সংস্থার অফিশিয়াল অ্যাপ থেকে যদি গ্রাহকেরা রিচার্জ করে তাহলে তারা এই সুবিধা পাবে।

তবে এর জন্য অবশ্যি মানতে হবে বিশেষ কিছু শর্ত। এয়ারটেলের গ্রাহকেরা যদি তাদের অ্যাপ এয়ারটেল থ্যাংকস থেকে রিচার্জ করে তাহলে পাওয়া যাবে ২৫% ক্যাশব্যাক। এয়ারটেল এক্সিস ক্রেডিট কার্ডের মাধ্যমে এই পেমেন্ট করতে হবে ।

যাবতীয় কিছু অর্ডার করার সময় এই ক্রেডিট কার্ড ব্যবহার করলে পাওয়া যাবে ক্যাশব্যাক। চলতি বছরেই এক্সিস ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে এয়ারটেল এই ক্রেডিট কার্ড লঞ্চ করেছে।

দেশের এই রেল স্টেশনগুলিতে রাতে কো’নো ব্যক্তি পা রা’খে’ন না! জানুন কারণ

একবার যদি আপনি ক্রেডিট কার্ড পেয়ে যান তাহলে আপনি সহজেই এই সুবিধা গুলো গ্রহণ করতে পারবেন। তবে মাথায় রাখতে হবে এয়ারটেল থ্যাংকস অ্যাপ থেকে রিচার্জ করাটা বাধ্যতামূলক।

এই এয়ারটেল এক্সিস ক্রেডিট কার্ডের দ্বারা যে সমস্ত সুবিধা পাবেন সেগুলো হল ৫০০ টাকার অ্যামাজন ভাউচার, মোবাইল ডিটি এইচ, ব্রডব্যান্ড এই সব কিছু রিচার্জ করায় ২৫% ক্যাশব্যাক পাবেন।


একমাসে গ্রাহকেরা সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক পাবেন। কিন্তু রিচার্জ আপনাকে এয়ারটেল থ্যাংকস অ্যাপের মাধ্যমেই করতে হবে। তাছাড়া সুইগি, জোমাটো, থেকে অর্ডার করলে পাবেন ১০% ক্যাশব্যাক।