সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাইক স্টার্ট দিতে গিয়েই কিছু একটা কামড়ালো! চিৎকার ক’রে উঠলেন চালক

বাইক স্টার্ট দিতেই পায়ের মধ্যে অসহ্য যন্ত্রণা, হঠাত করে এমন হওয়ার কারণ কি? পরে জানা গেল সাপের ছোবল খেয়েছে সেই বাইক চালক। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির লাগোয়া ফুলবাড়ির পূর্ব ধনতলায়। কাকার বাইক নিয়ে শখ করেই বেরোয় ভাইপো।

কিন্তু বাইক স্টার্ট দিতেই পায়ে অসহ্য যন্ত্রণা। প্রথমে বুঝতে না পারলেও পরে জানা যায় , সেটা সাপের কামড়। প্রথমে কোনোভাবেই আন্দাজ করা সম্ভব হয় নি। কিন্তু কিছুটা কামড়ানোর পরেই বোঝা গেছে স্পষ্ট। চেন কভারের মধ্যেই মুখ বের করে রয়েছে সাপ। আর সেখান থেকেই বসিয়েছে কামড়।

সেই দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে ওঠে সেই যুবক। তাঁর চিৎকার শুনেই বাড়ি থেকে বেড়িয়ে আসে সবাই। তাঁর পরেই ভিড় জমে যায় সেখানে। বাইকের চেন কভারে সাপ, সত্যি আশ্চর্য্যের ব্যাপার। সেই যুবককে নিয়ে যাওয়া তৎক্ষণাৎ উত্তরবঙ্গ মেডিকেলে।

আরো পড়ুন: পোস্ট অফিসের ধা’মা’কা সেভিংস প্ল্যান, ৯৫ টাকা বিনিয়োগে মে’য়া’দ শেষে ১৪ লক্ষ টা’কা

আর সাপটিকে উদ্ধার করে এক সাপুরিয়ে। বাইক্ টির চেন কাভার খুলে সাপটিকে উদ্ধার করা হয়। পরে জানা যায় সেটি ছিল দাঁড়াশ সাপ। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পরে। এমন ঘটনা আগে কোনোদিন ঘটে নি।

এখনও তেমন ভাবে বর্ষা আসে নি। তাঁর আগেই যদি এমন ভাবে সাপের উপদ্রব হয়, তাহলে সত্যি চিন্তার বিষয়। ডুয়ার্স জঙ্গল ঘেরা এলাকা। এখানে সাপ থাকবে এটা স্বাভাবিক। কিন্তু যদি সাপ জঙ্গল ছেড়ে লোকালয়ে এসে পরে তাহলে সত্যি চিন্তার।