সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমায় একটু সময় দিস, রোগে আ’ক্রা’ন্ত বাবার ছবি পো’স্ট করে আ’বে’গে ভাসলেন মীর

মীরকে চেনেননা এমন বাঙালি খুব কমই আছেন।মীর মানেই সকালে ঘুম থেকে উঠেই ‘রেডিও মির্চির’ জমজমাট অনুষ্ঠান। অবশ্য শুধু রেডিও নয়, টেলিভিশনেও মীরের জনপ্রিয়তা কম নয়। তাঁর রয়েছে অনেক প্রতিভা। তিনি একাধারে যেমন দারুণ সঞ্চালক, তেমন স্ট্যান্ডআপ কমেডিয়ান আবার একজন অভিনেতাও। তবে সবার আগে তার যে গুণের জন্য তিনি সকলের এত প্রিয় তাহল তিনি একজন ভালো মানুষ। হিসেবেও। লোককে মজা দিতে তিনি ভীষণ ভালোবাসেন। ইন্ডাস্ট্রি তে সকলেই যেন তাঁর খুব কাছের। হাসির আঙ্গিকেও তার বলা একেকটা কথা মনে গভীর ভাবে দাগ কেটে যায়।

মীরের পুরো নাম মীর আফসার আলি। সূত্রের খবর, গত ৪ বছর ধরে তাঁর বাবা ডিমেনশিয়া নামক রোগে আক্রান্ত। ‘ওয়ার্ল্ড অ্যালঝাইমার্স অ্যাওয়ার্সনেস ডে’তে সোশ্যাল মিডিয়ায় বাবার একটি ছবি শেয়ার করে বাবার বলাই কিছু মূল্যবান কথা বলতে গিয়েই নস্টালজিক হয়ে পড়েন মীর।

https://www.facebook.com/Mir.Afsar.Ali/posts/432232574934477

অভিনেতা মীর ক্যাপশনে লেখেন যে তার বাবার জন্মদিন ৪ঠা এপ্রিল। বছর পাঁচেক আগে জন্মদিনে বাবার কী গিফ্ট চাই তা জিজ্ঞেস করেছিলেন তিনি। তখন তাঁর বাবা তাঁকে জানান যে তাঁর খুব ঘড়ির শখ। তখন তিনি তাঁকে বলেছিলেন, ‘আব্বা… এই বছর আপনার জন্য আমার তরফ থেকে ঘড়ি’। মুচকি হেসে আব্বা বললেন, ‘ঘড়ি নয় বাপি, আমায় একটু সময় দিস’।

মীর এই রোগে আক্রান্ত সমস্ত মানুষের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার বার্তা দেন। নেটিজেনদের কাছে এই ধরণের মানুষের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান মীর। তাঁদেরকে অবহেলা না করে বেশি সময় দেওয়ার কথা বলেন।

এই কথা বলতে গিয়ে খুব বিমর্ষ হয়ে পড়েন তিনি। তাঁর কথায়, গত ৪ বছর ধরে dementia তে আক্রান্ত তাঁর বাবা। বর্তমান পরিস্থিতিতে তাঁর সেভাবে কিছু মনে থাকে না। সময় সম্বন্ধে অবগত নন তিনি। যদিও বাড়ির লোকজনকে চিনতে পারেন তিনি। তাঁর বাবার এখনও চিকিৎসা চলছে।