সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তিস্তা নদীতে মৎস্যজীবীর জা’লে ধ’রা পড়লো দৈত্যকার “মহাশোল”, দাম শু’ন’লে আঁ’ত’কে উঠবেন

মাছ প্রিয় বাঙ্গালীদের জন্য এক সুখবর । শনিবার তিস্তায় প্রায় 35 কেজি ওজনের এক বিশাল আকৃতির মহাশোল মাছ ধরা পরল । এদিন গজলডোবা সংলগ্ন তিস্তা নদীতে বিশাল বড় শোল মাছ পাওয়া যায় । মাছ বাজারের নিলাম করে এই এই মাছের দাম ওঠে প্রতিকেজিতে 500 টাকা ।

সে এলাকার এক বিখ্যাত মাছ ব্যবসায়ী 18000 টাকা দিয়ে মাছটি কিনে নেন এবং 600 টাকা কেজি দরে মাছ বিক্রি করে। জানা যায় শনিবার কয়েকজন জেলে মাছ ধরতে তিস্তা নদীতে যায় । মাছ না পেয়ে প্রথমে তারা হতাশ হয়ে পড়ে। পুনরায় আবার জাল টান দিলে উঠে আসে একটি বিশাল আকৃতির মাছ ।

মাছ দেখি তারা আনন্দে আত্মহারা হয়ে যায় । সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে, জলপাইগুড়ি স্টেশন এলাকায় এই মাছ কেনার জন্য বহু মানুষের সমাগম ঘটে । এক জেলে জানায় আমরা খুবই আনন্দিত । এত বড় মাছ সচরাচর তিস্তা নদীতে ধরা পড়ে না । মাছ বিক্রি করে কয়েকদিন আমাদের ভালো ভাবেই কাটবে ।

আরো পড়ুন: হু-হু করে চ’ড়’বে পারদ, শীঘ্রই ভী’ষ’ণ গরমে হাঁ’স’ফাঁ’স করবেন রাজ্যের মানুষজন

এদিকে তিস্তা নদীর মিষ্টি জল এর জন্য বোরোলি মাছ সারা উত্তরবঙ্গে বিখ্যাত । এই মাছ এতো সুস্বাদু যে একে উত্তরবঙ্গের ইলিশ নামে আখ্যায়িত করা হয়েছে । পরিবেশবিদদের মতে অনেকদিন পর তিস্তা নদীতে এত বড় মাছের দেখা মিলল । করণা পরবর্তীকালে দূষণ কিছুটা কমতে থাকায় বড় মাছের সমাগম ঘটে এমনটাই মত তাদের ।