সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এতদিন মোদিকে ভু’ল বুঝেছিলাম, কংগ্রেস ছাড়তেই ম’ন্ত’ব্য গুলাম নবী আজাদের

গত সপ্তাহে কংগ্রেসের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন কাশ্মীরি নেতা গুলাম নবি আজাদ। তার দাবি, রাজ্যসভায় তাঁর জন্য কাঁদেননি প্রধানমন্ত্রী বরং একটি জঙ্গি হামলার কথা মনে করে তাঁর চোখে জল এসেছিল।

সোমবার, ২০০৬ সালে কাশ্মীরে পর্যটকদের বাসে গ্রেনেড হামলার প্রসঙ্গ টেনে এনেছেন গুলাম নবি। তিনি খন কাশ্মীরের মুখ্যমন্ত্রী। গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। গুলাম নবির কথায়, হামলার পর গুজরাটের মুখ্যমন্ত্রী খোঁজ খবর নিতে ফোন করেছিলেন তাঁকে।

সেই সময় কথা বলার পরিস্থিতিতে ছিলেন না গুলাম নবি আজাদ। জঙ্গি হামলার ভয়ঙ্করতা দেখে তিনি তখন শুধুই কাঁদছেন। নরেন্দ্র মোদী ফোন করে শুধুই তাঁর কান্না শুনে ছিলেন ।

আরো পড়ুন: ভবিষ্যতের নেতা হিসেবে অভিষেকের উপরই ভ’র’সা করছেন ফিরহাদ হাকিম

গুলাম নবি আজাদের দাবি, সেই ভয়ঙ্কর জঙ্গি হামলার কথা মনে করেই রাজ্যসভায় তাঁর বিদায় বেলায় কেঁদেছিলেন প্রধানমন্ত্রী। ২০২১ সালে সংসদে প্রধানমন্ত্রীর এই কান্না নিয়ে অবশ্য কম জল্পনা হয়নি।

তৎকালীন বিক্ষুব্ধ কংগ্রেস নেতার ভবিষ্যৎ রাজনীতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে। গত সপ্তাহে গুলাম নবি আজাদের কংগ্রেস ত্যাগের পরেও প্রধানমন্ত্রীর কান্না প্রসঙ্গ বারবার ফিরে এসেছে আলোচনা। নরেন্দ্র মোদীর প্রশংসার পাশাপশি এদিন, রাহুল গান্ধী এবং গান্ধী পরিবারকে নিয়েও একাধিক কটাক্ষ করেন তিনি।