সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়িতে বসেই গাড়ির পলিউশন সার্টিফিকেট পে’য়ে যান, মিলবে পুলিশের জ’রি’মা’না থেকে মুক্তি!

এখন যদি আপনি আপনার গাড়ি নিয়ে রাস্তায় বের হন, তাহলে গাড়ির সমস্ত সঠিক কাগজ নিয়ে বের হওয়াটা আবশ্যক। যদি আপনি সেটা নিয়ে বের হতে ভুলে যান তাহলে আপনার সমস্যায় পরতে হবেই। তাই গাড়ির কাগজ সমস্ত কিছু আপডেট ও রিনিউ করতে হবে সময়ের মধ্যেই না হলে খুব সমস্যার মধ্যে পরতে হবে।

তবে এই সমস্ত গাড়ির কাগজ বের করতেও তো দারুন ঝামেলা, পলিউশন সার্টিফিকেট নিয়েই যদি বলা যায় তাহলেই দেখা যাবে , সেটা না থাকলে আপনার কারাদন্ড পর্যন্তও হতে পারে। অনেক সময় দেখা গেছে গাড়ির পলিউশন সার্টিফিকেট না থাকলে জরিমানার মধ্যে পরতে হয় অন্য সব কাগজপত্র ঠিক থাকলেও।

তাই এই কাগজ না থাকলে বানিয়ে ফেলুন এখনই। https://puc.parivahan.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি বানিয়ে নিতে পারেন সহজেই। বাড়িতে বসেই আপনি এই সার্টিফিকেট বানিয়ে ফেলতে পারেন , ওয়েবসাইটে গিয়ে PUC সার্টিফিকেট অপশনে ক্লিক করুন।

আরো খবর: সরকারি ব্যাংকের FD-তে প্র’চু’র সুদ বৃ’দ্ধি! গ্রাহকদের লা’ভ বাড়বে

সেই পেজ খুললেই আপনাকে আপনার গাড়ির চেসিস নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, কনফার্মেশন কোড দিন ও তারপরেই পিইউসি ডিটেলস-এ ক্লিক করুন৷ এখানে গাড়ি যে বছরে তৈরি হয়েছে এবং ফুয়েল টাইপ লিখুন।

তারপরেই সমস্ত তথ্য দেওয়ার পরেই আপনি সহজেই আপনার পলিউশন সার্টিফিকেট ডাউনলোড করে নিন।তবে পুরোনো যে সমস্ত যানবাহন রয়েছে তার জন্য একমাত্র অফলাইন ভরসা।