সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন বছর থে’কে এই ব্যাংকে ১০ হাজার টা’কা’র বে’শি জ’মা করলেই লাগবে বা’ড়’তি চা’র্জ

আগামী বছর থেকে ব্যাঙ্কিং সিস্টেমে একাধিক পরিবর্তন আসতে চলেছে। জানুয়ারি মাস থেকে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে নগদ 10 হাজার টাকার বেশি জমা দিতে গেলেই বাড়তি চার্জ দিতে হবে গ্রাহকদের। এমনকি 25 হাজার টাকার বেশি নগর তুলতে গেলেও বাড়তি টাকা গুনতে হবে গ্রাহকদের।

আগামী জানুয়ারি মাস থেকে দশ হাজার টাকা পর্যন্ত জমা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত টাকা গুনতে হবে না। তবে তার বেশি জমা দিতে চাইলে যত টাকা দিতে চাইবেন তার 0.5 শতাংশ টাকা বাড়তি চার্জ হিসেবে দিতে হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। অর্থাৎ টাকার সীমা পেরিয়ে গেলে লেনদেন কিছু ন্যূনতম 25 টাকা করে চার্জ ধার্য করা হবে বলে জানানো হয়েছে।

Government-Run India Post Payments Bank Now Has 2 Crore Customers

নগদ তোলার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা কিছু বেশি রাখা হয়েছে। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এর তরফ থেকে জানানো হয়েছে পয়লা জানুয়ারি থেকে সেভিংস এবং কারেন্ট একাউন্টে মাসের নগদ সর্বোচ্চ 25 হাজার টাকা পর্যন্ত তোলা যাবে। সীমা পেরিয়ে যাওয়ার পর প্রতিবার নগদ তোলার ক্ষেত্রে 25 টাকা পর্যন্ত দিতে হবে ব্যাঙ্কে। মাসে সর্বাধিক চারবার নগদ টাকা তোলা যাবে। তবে তার থেকে বেশি বার টাকা তুলতে গেলেই বাড়তি টাকা গুনতে হবে।