সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এখন থেকে শ্রমিকরা ২ লক্ষ টা’কা’র বীমা ও আয়ুষ্মান কা’র্ডে’র সু’বি’ধা পাবেন, এভাবে করুন রেজিস্ট্রেশন

বর্তমান পরিস্থিতে প্রায় প্রত্যেকেরই বীমা করানো উচিত। কিন্তু অসতর্কতার বশেই হোক অথবা উদাসীনতার বশে, বীমা করাতে চান না অনেকে। সাধারণ মানুষ যাতে বীমা করেন তার জন্য কেন্দ্রের তরফ থেকে এবারা এক অভিনব প্রকল্প গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষ যাতে বীমা করেন তার জন্য বিনামূল্যে বীমার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। পনেরো হাজার টাকার কম উপার্জনকারী শ্রমিকরা কেন্দ্রের তরফ থেকে চালু করা এই বীমা প্রকল্পের সুবিধা পাবেন।

হঠাৎ দুর্ঘটনা কিংবা অসুস্থতার কারণে অর্থের প্রয়োজন হলে তা এই বীমা প্রকল্প থেকে পাওয়া যাবে। এই প্রকল্পের আওতায় আসতে হলে ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করালেই চলবে। অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা দুর্ঘটনার ক্ষেত্রে দুই লক্ষ টাকা পর্যন্ত বীমা পাবেন। এছাড়াও তারা আয়ুষ্মান প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। যেখানে বার্ষিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পাওয়া যায়।

www.eshram.gov.in পোর্টাল থেকে এই বীমা প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন করা যেতে পারে। রেজিস্ট্রেশন করানোর জন্য অবশ্যই মোবাইল নম্বর আধারের সঙ্গে যুক্ত থাকতে হবে। মোবাইল নম্বর আধারের সঙ্গে সংযুক্ত না থাকলে সে ক্ষেত্রে নিকটস্থ কমন সার্ভিস সেন্টারে যান। সেখানে বায়োমেট্রিক প্রমাণীকরণের মাধ্যমেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। সিএসসি কাগজে ই-শ্রম কার্ড প্রিন্ট করে দেওয়া হবে।