সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নেতা থেকে হলেন গায়ক, পুজোর গান গাইলেন কুনাল ঘোষ

“ওরে কে কোথায় আছিস?
বোরোলীন আন….
তেলের দামে, লাগছে ছ্যাঁকা।
লাটে উঠছে ঠাকুর দেখা।
গাড়ির ট্যাংক ফুল্টু ফাঁকা।”

এটি তৃনমূল সাধারন সম্পাদক কুণাল ঘোষের নতুন একটি গান। দুর্গাপুজো উপলক্ষ্যে এই গানটি গেয়েছেন তিনি। কুণাল ঘোষ বলতেই চোখের সামনে ভেসে ওঠে একাধারে সাংবাদিক, লেখক, নেতা ইত্যাদি শব্দগুলি। এই কুণাল ঘোষের জীবনের মুকুটে একটি নতুন পালক যোগ হতে চলেছে । সামনেই দুর্গাপুজো তাই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা সাংবাদিক কুণাল ঘোষ এবার গায়ক হিসেবে অবতীর্ণ হতে চলেছেন।

এটি তার প্রথম গান। তাই প্রথম গানটাই প্রতিবাদ দিয়ে শুরু করলেন তিনি। তার এই গানটি লিখেছেন প্রীতম দে। বিজয় সুরদীপ শীল এই গানটির প্রচলিত সুর দান করেছেন। এই গানের মাধ্যমে কেন্দ্র সরকারকে বিঁধতে চেয়েছেন তিনি। সম্প্রতি পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের জ্বালা যন্ত্রণার কথা প্রকাশ করতে চেয়েছেন তার গানের মাধ্যমে। শুধু রাস্তায় নেমে মিছিল মিটিং এ নয় এবার গানের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন কুণাল ঘোষ।

আরো পড়ুন: যোগী আদিত্যনাথের মু’ণ্ড’চ্ছে’দ করলেই ২ কোটি পুরষ্কার, হৈচৈ উত্তরপ্রদেশ জু’ড়ে

তৃণমূলের নেতাদের মধ্যে মদন মিত্রকে এর আগে আমরা সবাই পুজো উপলক্ষ্যে গান গাইতে দেখেছি এবার পাল্লা ভারী করলেন কুণাল ঘোষ। এই প্রতিবাদী গান গাওয়ার কারণ জানতে চাইলে কুণাল ঘোষ জানায়, “দুর্গাপুজো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। মা দুর্গার কাছে আবেদন থাকবে যাতে পেট্রোল-ডিজেলের দাম কমে।

পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। তাই গানে গানে প্রার্থনা করলাম মা গাড়ির ট্যাংক ভরিয়ে দাও, নয়তো তেলের দাম কমিয়ে দাও!” তাঁর এই প্রতিবাদী মূলক গানকে অনেকই বাহবা জানিয়েছেন। তবে এই গান নিয়েও মদন মিত্রের গানের মতোই সোশ্যাল মিডিয়ায় আরো একটা হইচই ফেলবে বলে মনে করছে নেটিজেন।