সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ভা’লো খ’ব’র, পরিবারে কেউ কো’ভি’ড প’জি’টি’ভ হ’লে পাবেন ১৫ দিনের ছুটি

আরে একবার বড়োসড়ো খুশির খবর পেতে চলেছে সরকারি কর্মচারীরা। নরেন্দ্র মোদি সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, কোন কর্মীর বাবা-মা অথবা পরিবারের অন্য কোনো সদস্য করণা আক্রান্ত হলে ১৫ দিন ক্যাজুয়াল লিভ নিতে পারবেন তিনি। এমনকি যাদের কোনো ছুটি অবশিষ্ট নেই তারাও এই বিশেষ ছুটির সুবিধা গ্রহণ করতে পারবেন।

সম্প্রতি মানিকন্ট্রোল এর একটি খবরের ভিত্তিতে জানতে পারা গেছে যে, কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই বিশেষ ছুটির সময় কর্মীদের পরিবারেরা সুস্থ না যদি হয়ে থাকেন অথবা হাসপাতাল থেকে ছাড়া না পেয়ে থাকেন তাহলে এই ছুটি আরো বাড়িয়ে দেওয়া হবে। কোনভাবেই যাতে কোনো মানুষের অসুবিধা না হয় সেই জন্য এই ব্যবস্থা নিয়েছেন নরেন্দ্র মোদি।

করণা দ্বিতীয় ঢেউয়ের ফলে করোনা আক্রান্ত কর্মীদের মানসিক শাস্তি যাতে বজায় থাকে, তার জন্য এই বিশেষ ক্যাসুয়াল লীভের সিদ্ধান্ত নিয়েছেন সরকার। এছাড়া কোনো কর্মী যদি করো না আক্রান্ত পেয়ে থাকেন তাহলে তিনি নিজেই কুড়ি দিনের স্পেশাল ছুটি পাবেন। শুরুর ৭ দিন অন ডিউটি হিসাবে দেখানো হবে কারণ প্রথম সাত দিনের ছুটি ধরা হবে না।