সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফু’ল’শ’য্যা হলো শ্রীময়ীর, রোহিতের ছোঁ’য়া’য় কেঁ’পে উঠলেন শ্রীময়ী! ভিডিও ঝ’ড় তু’ল’লো সোশ্যাল মিডিয়ায়

বাংলা ধারাবাহিকের মধ্যে অন্যতম একটি ধারাবাহিক শ্রীময়ী। এমন কোন মানুষ ছিলেন না যারা শ্রীময়ী দেখতে পছন্দ করতেন না। এই সিরিয়ালের টিআরপি এতটাই ঊর্ধ্বে উঠে গেছিল, সোশ্যাল মিডিয়া জুড়ে এই সিরিয়ালকে নিয়ে উপহাস করা হয়েছে বহুবার। একজন সাধারন গৃহবধূর জীবনের যুদ্ধের কাহিনী নিয়ে তৈরি করা হয়েছিল এই সিরিয়ালটি। সিরিয়ালের চিত্রনাট্যের এতটাই সুন্দর ছিল যে, এই সিরিয়ালের আদরের তৈরি করা হয়েছে এটি হিন্দি সিরিয়াল।

শ্রীময়ীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল ইন্দ্রানী হালদারকে। স্বামীর পরকীয়া রয়েছে একথা জানার পরেও দিনের পর দিন তিনি সবকিছু সংসার করে গেছেন শুধুমাত্র আপনজনের মুখের দিকে তাকিয়ে। কিন্তু শ্রীময়ী যখন ঘুরে দাঁড়ালো এবং কাছের মানুষকে বেছে নিল, তখন রীতিমত আনন্দ পেয়েছিলেন তার অনুরাগীরা। এবারে ধারাবাহিক শেষ হবার পালা। বিষাদের সুর বেজে উঠেছে প্রত্যেকটা মানুষের মনে। তবে দুঃখের সাথে সাথে আনন্দ হচ্ছে সকলের কারণ শ্রীময়ী আজ দীর্ঘদিনের বন্ধু রহিত সেন এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

ধারাবাহিকে রহিত সেন দুরারোগ্য ব্যধিতে ভুগছেন বহুদিন ধরেই, তার কঠিন সময়ে পাশে এসে দাঁড়িয়ে ছিলেন তার বন্ধু শ্রীময়ী। সংসারকে সামলে বন্ধুকে সময় দিতে পিছপা হননি তিনি। ধীরে ধীরে বন্ধুত্ব ভালবাসায় পরিনত হয় এবং তারপর মিলনে। সম্প্রতি ধারাবাহিকে নতুন প্রোমো সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে শ্রীময়ীর মাথায় জ্বলজ্বল করছে সিঁদুর।

লাল টুকটুকে শাড়ি এবং মাথায় জুঁই ফুল শ্রীময়ী এসেছে বন্ধু রহিত সেনের ঘরে। পাশে ফুল দিয়ে সাজানো রয়েছে খাট। ঘরের মধ্যে অপেক্ষা করছেন রহিত সেন। ঠিক এই মূহুর্তে শ্রীময়ীকে দেখিয়ে রহিত সেন বলে উঠলো, অবশেষে আমরা অনন্ত অপেক্ষা আজ স্বার্থক হয়েছে। শ্রীময়ী নিজেকে ধরে না রাখতে পেরে বন্ধুকে কাছে ডেকে নিয়ে জড়িয়ে ধরে বলে, তোমাকে আমি কোথাও যেতে দেব না রোহিত। শেষ পর্যন্ত যখন তোমার জন্য একটি নতুন জীবন পেলাম, এই জীবনটাকে অন্তত কেড়ে নিও না। এরপর দুজনে দুজনকে ধরে ভালোবাসার সাগরে ডুব দিল। ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে, বিরহ মধুর হল আজি মধুরাতে।

প্রোমোটি সামনে আসার পর রীতিমতো আনন্দে মেতে উঠেছেন ভক্তরা। অবশেষে শ্রীময়ী তার কাছের মানুষকে পেল এবং সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পেল এই কথা চিন্তা করতে সকলেই আনন্দে উৎফুল্ল হয়ে উঠলো। নিঃসন্দেহে ধারাবাহিকের এমন কোনো মুহূর্ত দেখেই আনন্দ এবং কষ্ট দুটোই হচ্ছে মানুষের।