সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জে’নে নি’ন শহর অনু’যায়ী আ’জ’কে’র পে’ট্রো’ল-ডিজেলে’র দা’ম!

জেনে নিন শহর অনুযায়ী আজকের পেট্রোল-ডিজেলের দাম!

পেট্রোল-ডিজেলের দাম প্রায় এক মাস থেকে কোনও রকম বদল করেনি ভারতীয় তেল কোম্পানিগুলি। এটি সাধারণ মানুষের জন্য একটা বড় রিলিফ। ভারতীয় পেট্রোলিয়াম বিপণন কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লেটেস্ট আপডেট অনুসারে রাষ্ট্রীয় রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ৯০.৭২ টাকা।

যেখানে এক লিটার ডিজেল ৮৯.৬ টাকায় বিক্রি হয়েছে। চেন্নাইয়ে পেট্রোল ১০২.৬৩ টাকা এবং ৯৪.২৪ টাকা প্রতিদিন বিক্রি হচ্ছে, সেখানে কলকাতায় পেট্রোলের দাম ১০০.০৩ টাকা এবং ডিজেলের দাম ৯২ টাকা ৭৬ পয়সা প্রতি লিটার।পেট্রল-ডিজেলের দাম গত ২৮ দিন ধরে কলকাতার শহরে রয়েছে একই।

কলকাতায় পেট্রল বিক্রি হচ্ছে প্রতি লিটারে ১০৬.০৩ টাকা ও ডিজেলের দাম রয়েছে ৯২. ৭৬ টাকা প্রতি লিটার। মেট্রো শহরের নিরিখে জ্বালানি সবচেয়ে সস্তা দিল্লিতে। এই শহরে পেট্রলের লিটার প্রতি দাম রয়েছে ৯৭.৭৬ টাকা ও ডিজেল প্রতি লিটার বিকোচ্ছে ৮৯.৬২ টাকায়।

মুম্বইতে মেট্রো শহরের নিরিখে দাম সবচেয়ে বেশি। এই শহরে লিটার প্রতি পেট্রল বিক্রি হচ্ছে ১১১.৩৫ টাকা দরে ও লিটার প্রতি ডিজেল বিক্রি হচ্ছে ৯৭.২৮ টাকা দরে।