সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুজোতে সেজেগুজে বের হওয়ার আ’গে জেনে নিন আবহাওয়ার মতিগতি

গতবার বিধিনিষেধের জন্য আমরা সেই ভাবে পুজো পরিক্রমায় মেতে উঠতে পারিনি, যদিও এই বছরও রয়েছে মহামারীর ভ্রুকুটি, কিন্তু তাও আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে যাওয়াতেই এবং ভ্যাকসিন হয়ে যাওয়ায় মানুষ দ্বিগুণ আনন্দে মেতে উঠেছে পুজোর আনন্দে। তৃতীয়া থেকে শুরু হয়ে গেছে ঠাকুর দেখার পালা।

তবে পূজার প্রস্তুতির সঙ্গে সঙ্গে মাঝে মাঝেই চোখ পড়ে যাচ্ছে আবহাওয়ার পূর্বাভাসের দিকে। চলুন আমাদের সঙ্গে আপনারাও জেনে নিন পুজোর কটা দিন কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই। তবে দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বৃষ্টি না হওয়ায় পাল্লা দিয়ে বাড়ছে গরমের তীব্রতা। যদিও আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্র অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। অষ্টমী থেকে দশমী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এই সাত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যে সমস্ত জায়গায় বৃষ্টিপাত হবে না, সেখানেও সারাদিন আকাশ মেঘলা থাকবে বলে জানা গেছে।