সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মমতা “অসংবেদনশীল” মন্তব্য করেছেন! তী’ব্র প্র’তি’ক্রি’য়া জানালেন নির্ভয়ার মা

হাঁসখালিতে এক নাবালিকা ধর্ষণ হয়েছে,আর সেই বিষয় নিয়েই এক বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে বর্তমানে ঝড় উঠেছে সর্বত্র। অনেকেই দাবি করছেন মুখ্যমন্ত্রী হয়ে তার মুখের ভাষা কি ধরনের হওয়া উচিত তা হয়তো সে নিজেই জানে না।

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে মুখ খুলেছে নির্ভয়ার মা। সারাদেশ নির্ভায়ার ঘটনা জানে, তার মাকেও সবাই চেনে।নিজের মেয়ের দোষীদের শাস্তি দেওয়ার জন্য তিনি কম কিছু করে নি। শেষপর্যন্ত তিনি সফল হয়েছে।

২০১২ সালে গণধর্ষণ করা হয়েছিল নির্ভয়াকে , বেশ কিছুদিন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিল কিন্তু শেষ পর্যন্ত জীবনযুদ্ধে সে হার মেনেছিল। কিন্তু তার মা কিন্তু মেয়েকে হারতে দেয়নি। মেয়েকে জেতানোর জন্য অনেক কিছু করেছেন ও সফল হয়েছেন।

আরো পড়ুন: নববর্ষে হলুদের তিনটি অব্যর্থ টো’ট’কা, নতুন বছরে আ’র্থি’ক উ’ন্ন’তি হওয়ার সম্ভাবনা

এবার মুখ্যমন্ত্রী বিতর্কিত মন্তব্য নিয়ে তিনি বললেন, মমতা ব্যানার্জি অত্যন্ত অসংবেদনশীল মন্তব্য করেছেন। একজন মুখ্যমন্ত্রীর কাছে এমন ধরনের মন্তব্য আশা করা যায় না।

ঘটনাটি ঘটেছে গত ৫ এপ্রিল। নদিয়ার হাঁসখালি থানার শ্যামনগরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েতের ছেলে সমরেন্দু গোয়ালের ছেলের ওপরে। জানা যায় প্রচন্ড ব্যথা ও অতিরিক্ত রক্তক্ষরণের জন্য নাবালিকার মৃত্যু হয়।

কিন্তু মৃত্যুর পরেও শান্তি পায়নি নাবালিকার পরিবার, কারণ জোড় করে প্রমাণ মুছে দেওয়ার জন্য, জোড় করে দেহ পর্যন্ত পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে অভিযুক্তদের ওপর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকাল সোমবার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গন উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বলেন, একটি মেয়ের মৃত্যুর খবর শোনা যাচ্ছে।

আরো পড়ুন: ইউরোপের দিকে তা’কি’য়ে দেখুন, রাশিয়া থেকে তেল আমদানি ক’রা নিয়ে আমেরিকাকে ক’ড়া জ’বা’ব ভারতের

এটাকে আপনারা রেপ বলবেন! না লাভ এফেয়ার বলবেন? না প্রেগন্যান্ট বলবেন? না মেয়েটার শরীর খারাপ ছিল। এই ঘটনা নিয়ে পুলিশকে বলেছি। মেয়েটার নাকি লাভ এফেয়ার ছিল শুনেছি।

মমতা ব্যানার্জির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্ভয়ার মা বলেন, তিনি যদি নির্যাতিতা সম্পর্কে এই ধরনের মন্তব্য পোষণ করেন তাহলে তার মুখ্যমন্ত্রীর আসনে থাকাই উচিত না। তিনি একজন মহিলা হয়ে এই ধরনের মন্তব্য করলে, মুখ্যমন্ত্রী পদে একদম মানানসই নন তিনি।