সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সপ্তাহের প্র’থ’ম দিন সোমবার ভো’গা’ন্তি কলকাতায়, ট্যাক্সি ধ’র্ম’ঘ’টে’র ডা’ক, জেনে নিন

একে আধা লকডাউনের কারণে কম সংখ্যক বাস তার উপর এই কদিনের ব্যাপক বৃষ্টিতে জলমগ্ন রাস্তাঘাট- সব মিলিয়ে নিত্যযাত্রীদের ভোগান্তির শেষ নেই। সেই সঙ্গে সোমবার কলকাতায় ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল AITUC সমর্থিত ট্যাক্সিসংগঠন। কারণ কী? ন্যূনতম ভাড়া বৃদ্ধির দাবি। রাজ্য সরকারের কাছে ওই ট্যাক্সি সংগঠন দাবি রেখেছে, ট্যাক্সির ন্যূনতম ভাড়া অন্ততপক্ষে ৫০ টাকা করতে হবে।

গত মাসে সরকারের কাছে এ দাবি রাখা হয়েছিল। কিন্তু কোনোরকম ইতিবাচক সমর্থন তারা পায়নি। ফলে সপ্তাহের প্রথম দিনেই ট্যাক্সি ধর্মঘটের কারণে ভোগান্তির শিকার হতে চলেছেন শহরের নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, সোমবার ছাড়াও ভাড়া বৃদ্ধির দাবিতে আগস্টের দ্বিতীয় সপ্তাহে টানা ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন।

সিপিআইয়ের শ্রমিক সংগঠন AITUC সমর্থিত ট্যাক্সি সংগঠন জানিয়েছে, পেট্রল-ডিজেল ইত্যাদি সবকিছুর দাম বেড়েছে,কিন্তু সেই অনুপাতে ট্যাক্সির ভাড়া বাড়েনি। যার জেরে লোকসানের মুখ দেখছেন ট্যাক্সি মালিকরা। সংগঠনের মতে, সোমবার শহরের প্রায় ১০ হাজার ট্যাক্সি ধর্মঘটে শামিল হবে। সোমবারের ধর্মঘটে হলুদ এবং নীল-সাদা ট্যাক্সির পাশাপাশি এতে ওলা-উবরের মতো অ্যাপ ক্যাবগুলিও যোগ দিতে চলেছে বলে সূত্রের খবর।

সোমবারের ধর্মঘটে কেন শামিল হবেন ওলা-উবরের মতো অ্যাপ ক্যাবগুলি? সেই প্রসঙ্গে ওলা-উবরের মতো অ্যাপ ক্যাব সংগঠনের দাবি, সম্প্রতি ওই সংস্থাগুলি ভাড়া বাড়ালেও তাতে লাভ হচ্ছে না গাড়ির মালিক বা চালকদের। যদিও ওই সংস্থার ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তে অ্যাপ ক্যাবের যাত্রীদের বেশি ভাড়া দিতে হচ্ছে। যদিও সোমবারের প্রস্তাবিত ট্যাক্সি ধর্মঘট নিয়ে রবিবার কোনও মন্তব্য করেননি রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।