সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গ’ণ’পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক হ’লেই ইন্টারভিউ নে’ও’য়া হ’বে চাকরিপ্রার্থীদের

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ পদ্ধতিতে এসেছে গতি। হাইকোর্টের নির্দেশ অনুসারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী পুজোর আগেই হাজার হাজার শিক্ষক নিয়োগ হতে চলেছে বাংলায়। এর জন্য প্রয়োজনীয় ইন্টারভিউয়ের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তবে প্রার্থী নিয়োগের জন্য প্রয়োজনে ইন্টারভিউ প্রক্রিয়া এখনই শুরু করছে না স্কুল সার্ভিস কমিশন।

বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে জর্জরিত পশ্চিমবঙ্গ। এমতাবস্থায় নতুন করে শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনীয় ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করতে অনলাইন ছাড়া গতি নেই। তবে অনলাইনে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ নিতে রাজি নয় স্কুল সার্ভিস কমিশন। যে কারণে এবার অফলাইনেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

লকডাউন উঠে গেলেই উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। তালিকা প্রকাশ করার আগে অবশ্য কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে অনলাইনে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অনলাইনে ইন্টারভিউ নিতে রাজি নয় কমিশন। কমিশনের তরফ থেকে তাই জানানো হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে অনলাইনে ইন্টারভিউ নেওয়া সম্ভব নয়। অফলাইনে ইন্টারভিউ নেওয়া হবে, এই স্থির হয়েছে।

প্রসঙ্গত, সোমবার নবান্ন থেকে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। তাই উচ্চ প্রাথমিকে মোট ১৪,৩৩৯ টি শূন্য পদের জন্য ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হয়েছে। তবে এই লিস্টকে কেন্দ্র করেও শুরু হয়েছে বিতর্ক। বিক্ষোভকারীদের অভিযোগ, cut-off যাদের বেশি আছে তাদের নাম রাখা হয়নি এই লিস্টে। লিস্টকে কেন্দ্র করে আবার অস্বচ্ছতার অভিযোগ উঠেছে কমিশনের বিরুদ্ধে।