সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাশিয়া-ইউক্রেনের যু’দ্ধে মোদি ম’ধ্য’স্থ’তা করলেই থামবে সং’ঘা’ত! কি বলছে জ্যো’তি’ষ?

10 দিনের বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। সেই যুদ্ধ এখনো থামেনি। তবে প্রায় এক বছর আগেই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ভবিষ্যদ্বাণী করেছিল বৈদিক পঞ্জিকা। অঙ্গারক যোগের কারণে এই যুদ্ধ বেঁধেছে বলে দাবি করা হচ্ছে।

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, বর্তমানে বিক্রম সম্বৎ ২০৭৮-এর অন্তর্গত আনন্দ নামক সম্বৎসর চলছে। মঙ্গলবার এই সম্বৎ শুরু হয়েছিল। এই সম্বৎসরের রাজা ও মন্ত্রী উভয়ই মঙ্গল। মঙ্গলকে জ্যোতিষে যুদ্ধের কারক গ্রহ মনে করা হয়।

মকরে বিরাজ করছে মঙ্গল, ২৬ ফেব্রুয়ারি এই রাশিতে প্রবেশ করে লাল গ্রহ। এটি মঙ্গলের শত্রু শনির রাশি। আবার স্বয়ং শত্রু শনিও মঙ্গলের সঙ্গে এই রাশিতেই গোচর করছে।

আরো পড়ুন: নববধূর দে’হ পরে রয়েছে ম’র্গে, বাইরে টা’কা নিয়ে ঝ’গ’ড়া দুই পরিবারের

শনি ও মঙ্গলের সহাবস্থান যুদ্ধ বাঁধাতে পারে। এই দুই গ্রহের যুতির ফলে অঙ্গারক যোগ নির্মিত হয়েছে। ৭ এপ্রিল পর্যন্ত অঙ্গারক যোগ থাকবে। এই সময় যুদ্ধ, ভূমিকম্প, সীমানায় সমস্যা দেখা দিতে পারে।

বৈদিক পঞ্জিকায় উল্লেখ রয়েছে যে, অঙ্গারক যোগ ইওরোপীয় দেশের মধ্যে যুদ্ধের কারণ হয়ে দাঁড়াবে। জ্যোতিষ মতে, কোনও গ্রহ রাশি পরিবর্তনের দু-তিন দিন আগে থেকেই প্রভাব বিস্তার করতে শুরু করে দেয়।

আরো পড়ুন: Hero Splendor-কে রাতারাতি বা’নি’য়ে ফে’লু’ন ইলেকট্রিক বাইকে, কিভাবে করবেন দেখে নিন

মঙ্গল ২৬ ফেব্রুয়ারি মকরে প্রবেশ করে শনির সঙ্গে যুতি তৈরির তিন দিন আগে থেকেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরুর পর থেকেই ভারতের অবস্থান নিয়ে অনেকের মনে নানান প্রশ্ন জাগছে।

অনেকের ধারণা রাশিয়ার সঙ্গে সুসম্পর্কের খাতিরে ভারতের মধ্যস্ততায় এই যুদ্ধ শেষ হতে পারে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও কাটিয়ে ওঠা যেতে পারে।