সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তা’লি’বা’নে’র মতো ফ’তো’য়া পাকিস্তানেও! শিক্ষকদের জিন্স পরা বন্ধ, মেয়েদের জন্য নতুন নি’য়’ম

তালিবানদের শুধু প্রত্যক্ষে মদত দেওয়া নয়, তালিবানি ন্যায়-নীতি এবার থেকে চালু হচ্ছে পাকিস্তানে। সম্প্রতি পাকিস্তানের সঙ্ঘিয় শিক্ষা নির্দেশালয়ের তরফ থেকে প্রকাশ করা হয়েছে একটি নির্দেশিকা। এই নির্দেশিকায় জানানো হয়েছে থেকে শিক্ষা নির্দেশালয় জিন্স আর টাইট পোশাক পরার থেকে নিষেধাজ্ঞা জারি করেছে। পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই চালু হয়েছে এই নিয়ম।

পাকিস্তানের ডন পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুসারে ইতিমধ্যেই পাকিস্তানের প্রতিটি স্কুল এবং কলেজে পৌঁছেছে এই নির্দেশিকা। সেখানে শিক্ষক-শিক্ষিকাদের তাদের বেশ ভূষার প্রতি নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুরুষ শিক্ষকদের জিন্স আর টি-শার্ট পরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মহিলারাও এবার থেকে আর জিন্স এবং টাইট পোশাক পড়ে বিদ্যালয়ে আসতে পারবেন না।

চিঠিতে নিয়মিত চুল কাটানো, দাড়ি ট্রিম করা, নখ কাটানো রোজ স্নান করা এবং সুগন্ধির ব্যবহার করা নিয়েও নিয়মের উল্লেখ করা আছে এই নির্দেশিকায়। ক্লাস রূম এবং ল্যাবে টিচিং গাউন বা কোট পরতে হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের এই নতুন নির্দেশিকায় কার্যত সারা বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইছে। পাকিস্তানের শিক্ষা বিভাগ এর তরফ থেকে এই ফরমান জারি করা হয়েছে। এতে কার্যত আন্তর্জাতিক মহলের রোষের মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে।

অনেকেই বিরোধিতা করে বলতে শুরু করেছেন যে দেশের প্রধানমন্ত্রী মহিলাদের যৌন অত্যাচারের জন্য তাদের বসনকেই দায়ী করেন, সেই দেশে এর থেকে বেশী আর কি হতে পারে!