সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হরিয়ানার দম্পতির বিয়ের কা’র্ডে কৃষক আন্দোলনের বা’র্তা, লেখা “নো ফার্মার নো ফুড”

বর্তমান প্রজন্মের নবদম্পতিরা তাদের মারফত সমাজের কাছে বিশেষ বার্তা পৌঁছে দিতে মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন বিয়ের আমন্ত্রণপত্র। সম্প্রতি উত্তর প্রদেশের এক যুগল বিয়ের কার্ড সমাজবাদী পার্টির পতাকার রঙে রাঙিয়ে তুলেছিলেন। মুলায়ম সিং যাদব এবং অখিলেশ যাদবের ছবি ছিল সেখানে। এবার হরিয়ানার এক যুগল বিয়ের আমন্ত্রণপত্রে কৃষক আন্দোলন নিয়ে দিলেন বিশেষ বার্তা। কৃষক আন্দোলনকে সমর্থন করে তারা বিয়ের কার্ড ছাপিয়েছেন।

প্রদীপ কালীরামন এবং কবিতা তাদের বিয়ের জন্য প্রায় দেড় হাজার আমন্ত্রণপত্র ছাপিয়েছেন। সেখানে মোদি সরকারের বিরুদ্ধে কৃষক আন্দোলনকে সমর্থন করে একাধিক বার্তা লেখা রয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে ‘নো ফার্মার নো ফুড’। একমাস আগেও রাজধানী দিল্লির সীমান্তে আন্দোলন জারি‌ রেখেছিলেন কৃষকরা। তারপর তারা তাদের আন্দোলন তুলে নেন।

তবে এই নব দম্পতি তাদের আমন্ত্রণ পত্রে লিখেছেন কৃষক আন্দোলন শেষ হয়ে যায়নি এখনো। ন্যূনতম সহায়ক মূল্যের দাবি এখনো মেটেনি। যতদিন না পর্যন্ত সেই দাবি মানা হচ্ছে আন্দোলন চলবে। ‘জঙ্গ আভি জারি হে এমএসপি কি বাড়ি হে’! অর্থাৎ এমএসপি না পাওয়া পর্যন্ত যুদ্ধ চলবে! এমনই বার্তা দিয়েছেন তারা। একই সঙ্গে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর ‘জয় জওয়ান জয় কিসান’ স্লোগান ব্যবহার করেছেন তারা।

এ প্রসঙ্গে প্রদীপ সংবাদমাধ্যমকে বলেন, তিনি এই বার্তা দিতে চেয়েছিলেন যে কৃষক আন্দোলন এখনও শেষ হয়ে যায়নি। কৃষকদের আন্দোলন চলবে। এই আন্দোলন সেদিন থামবে যেদিন কৃষকরা নুন্যতম সহায়ক মূল্য পাবেন। তাই এমএসপি নিয়ে যতক্ষণ না পর্যন্ত আইন প্রণয়ন হচ্ছে আন্দোলনের উদ্দেশ্য সফল হবে না।