সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোর্টে পার্থ-অর্পিতার “টুরু লাভ”, কথা হলো চোখে-চোখে

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ED ও CBI- এর হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়।পার্থ ঘনিষ্ঠ অর্পিতার দুই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ৫০কোটি টাকা।এছাড়াও উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার গহনাসামগ্রী।এই অর্পিতা পেশায় ছিলেন মডেল ও অভিনেত্রী। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে, কুন্তল ঘোষ, বিধায়ক মানিক ভট্টাচার্য ও তার ঘনিষ্ঠ তাপস সকলেই রয়েছেন প্রেসিডেন্সি জেলে।

অন্যদিকে আলিপুর মহিলা সংশোধনাগারে রয়েছেন অর্পিতা। বর্তমানে দুটি ভিন্ন জেলের বাসিন্দা পার্থ ও অর্পিতা। সব্বাই জানেন যে ওঁরা একে অপরের ‘ঘনিষ্ঠ। কিন্তু মঙ্গলবার নগর দায়রা আদালতে যে চিত্র দেখা গেল তাতে কার্যত তাদের ‘ঘনিষ্ঠতা’র দাবিতে সিলমোহর পরে গেলো।

দুপুর ২টো ৫০ মিনিট ব্যাঙ্কশাল কোর্টে এ দিন শুরু হয় নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। প্রেসিডেন্সি জেল থেকে ভার্চুয়াল শুনানিতে যোগ দেন পার্থ এবং আলিপুর মহিলা সংশোধনাগার থেকে যোগ দেন অর্পিতা।

আরো খবর: লোকাল ট্রেনের চেহারাই ব’দ’লে যা’চ্ছে, প্রতি কামরায় থাকবে টিভি, দেখতে পারবেন পছন্দের সিনেমা!

ভিডিও সবসময় অন থাকলেও যে যখন কথা বলে, তখন তাঁর ক্যামেরার অডিয়ো অন করা হয়। এই সুযোগে কার্যত চোখে চোখে কথা বললেন পার্থ ও অর্পিতা।

শুরুতেই একে অপরকে দেখে মুচকি হেসে ইশারায় প্রশ্ন করেন, ‘‘কেমন আছো?’ দু’জনেই ইশারাতে জানান, ভালই আছেন। একে অপরের খাওয়া দাওয়া,স্বাস্থ্য নিয়ে ইশারাতে কথা বার্তা চলে।

একবার পার্থ জিভও ভ্যাঙান অর্পিতার দিকে তাকিয়ে,যাতে হেসে গড়িয়ে পড়েন অর্পিতা। এভাবেই এগিয়ে যায় শুনানি।বিকাল ৪টা ১০ মিনিট নাগাদ শুনানি শেষ হয়।যাওয়ার আগে পার্থ ‘থামস আপ’ দেখান অর্পিতাকে।