সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই মুরগির ডিম বাড়িতে রাখলে ভা’গ্য ব’দ’লে যে’তে পারে! দাম কড়কনাথ মুরগির থেকেও ঢের বে’শি

মাংস পছন্দ করেন না এরকম মানুষ হয়তো খুব কমই আছে। বিশেষ করে মাংসের মধ্যে মুরগির মাংসটা সকলে বেশি পছন্দ করে থাকেন। দেশীয় কিংবা বিদেশি মুরগির মাংস হলেই যেন খিদেটা আরো বেশি বেড়ে যায় খাদ্য রসিক মানুষদের। তবে অনেকেই খেতে পছন্দ করেন ককড়নাথ মুরগি, যে মুরগির দাম বিশাল।

তবে এইবার এমন এক মুরগির খোঁজ পাওয়া গেছে যে মুরগির দাম নাকি কড়কনাথ মুরগির থেকেও বেশি। এই মুরগির শুধুমাত্র মাংসের দাম না, সাথে ডিমের দামও অনেক। এই মুরগির দাম যেমন বেশি তেমনি এর চাহিদা ও প্রচুর। জানা গিয়েছে এই মুরগি যদি আপনি বাড়িতে রাখেন তাহলে নাকি এই মুরগির দোয়ায় আপনার ভাগ্যই বদলে যেতে পারে।

রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে এই মুরগি আয়ের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। কড়কনাথের থেকে প্রায় ৩০ থেকে ৩৫ টাকা বেশি দামে এই মুরগির ডিম। তবে প্রত্যেকটা মুরগির জাত কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এখন পর্যন্ত শোনা গেছে কড়কনাথের ডিম নিয়ে বেশ গুঞ্জন তৈরি হয়েছে যে কড়কনাথের থেকেও বেশি দামের মুরগি বাজারে এসেছে।

আরো খবর: ২৫ জানুয়ারি থেকে চা’লু হচ্ছে শ্রী জগন্নাথ যা’ত্রা ট্রেন, ভ্রমণ পিপাসুদের জন্য বি’রা’ট সু’যো’গ

যে ডিম স্বাদে এবং পুষ্টিগত দিক থেকে অনেক বেশি ভালো। জানা গেছে এই মুরগির নাম হলো আসিল মুরগি। যার ডিম বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এটি কোন বিদেশি মুরগি নয় এটি ভারতীয় জাতের মুরগি। শীতে ডিমের চাহিদা বেড়ে যাওয়ার কারণে মূল্যবান মুরগির ডিম ও ওষুধ ভেবে খাওয়া হচ্ছে।

আসিল মুরগির ডিমের দাম প্রায় ১০০ টাকা হলেও অনলাইন অফলাইনে বাজারে চাহিদা অন্যরকম থাকে যার কারণে দাম ও অন্যরকম। জানা গেছে যে হ্যাচারির জন্য সরকারি কেন্দ্র থেকে মুরগির ডিম দেওয়া হচ্ছে ৫০ টাকা করে কিন্তু বাজারে ৪ থেকে ৫ কেজি ওজনের আসল মুরগি পাওয়া যাচ্ছে দু হাজার থেকে আড়াই হাজার টাকায়।