সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হ’তে দে’খ’তে চে’য়ে গত ১১ বছর ধরে খা’লি পা’য়ে ঘুরছেন ভ’ক্ত দীনেশ

কংগ্রেসের দলে রাহুল গান্ধী একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার ফ্যান ফলোয়ার্স গোটা দেশ জুড়ে রয়েছেন। এদের মধ্যে রয়েছেন কিছু অন্ধ ভক্ত। তারা চান রাহুল গান্ধী দেশের সর্বোচ্চ আসনে বসুন। এমনই একজন ভক্ত রয়েছেন রাহুল গান্ধীর, তিনিও চান তার আদর্শ নেতা দেশের প্রধানমন্ত্রীর আসনে বসুন। তার জন্য তিনি একটি ভীষ্ম প্রতিজ্ঞা করে ফেলেছেন। রাহুল গান্ধী যেখানে জনসভা করতে যান না কেন তিনি সেখানে পৌঁছে যান পায়ে হেঁটে।

Rahul Gandhi has a bhakt, and he follows him barefoot – ThePrint

দীনেশ শর্মা নামের ওই অনুরাগী বিগত 11 বছর ধরে ভারত ভ্রমণ করে চলেছেন। রাহুল গান্ধীর প্রত্যেক জনসভায় অংশগ্রহণ করেন তিনি। তার প্রতিজ্ঞা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত তিনি জুতো পরবেন না। হরিয়ানার জিন্দ জেলার বাসিন্দা ওই ব্যক্তি পারিবারিক সূত্রেই কংগ্রেসের সঙ্গে জড়িত। দীনেশ যখন ভোটার হন তখন থেকেই তিনি কংগ্রেসের প্রতি অনুরক্ত।

Rahul Gandhi has a bhakt, and he follows him barefoot – ThePrint

রাহুল গান্ধী কোনো সমাবেশ কখনো মিস করেন না দীনেশ। দীনেশকে দেখে মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের ভক্ত সুধীর গৌতমের প্রসঙ্গ মনে পড়ে যাচ্ছে নেটিজেনদের। কারণ সুধীরও নিজেকে রঙে রাঙিয়ে তুলে শচীনের ম্যাচ খেলা দেখতে যেতেন। বৃহস্পতিবার থেকে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য প্রচার শুরু করেছেন রাহুল গান্ধী। বিমানে করে অমৃতসরে পৌঁছানোর পর তিনি শ্রী হরি মন্দির সাহিব, শ্রী দুর্গানা মন্দির এবং শ্রীরাম তীর্থক্ষেত্র ভ্রমণ করেন। তিনি জলন্ধরের উদ্দেশ্যে রওনা হন তারপর।