সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুলিশের জা’লে আ’ট’ক “ফেক” পুলিশ, ব্যা’প’ক উ’ত্তে’জ’না মালদায়

এবার পুলিশ আধিকারিকও ভুয়ো। মালদহে গ্রেফতার হয়েছে ভুয়ো পুলিশ আধিকারিক। অভিযুক্তের নাম আকাশ সাহা, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা। মালদহ টাউন স্টেশনের কাছে ঝলঝলিয়া এলাকায় পাঁচ পরিযায়ী শ্রমিকের কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করেছিল অভিযুক্ত।

রবিবার ওই পাঁচ পরিযায়ী শ্রমিক এরূপ অভিযোগ এনেছে আকাশ সাহার বিরুদ্ধে। তাদের অভিযোগের ভিত্তিতে ওই ভুয়ো পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই ‘ব্যক্তিগত’ নিরাপত্তারক্ষী সঙ্গে নিয়ে ঘুরছিল ওই যুবক। পুলিশ পরিচয় দিয়ে চলছিল একের পর এক তোলাবাজিও।

ধরা পড়ার পর নিজেকে নেতা বলেও পরিচয় দেয় ওই যুবক। ধৃত যুবক নিজেকে ইংরেজবাজার থানার ইন্সপেক্টর বলে পরিচয় দিয়েছিল বলে অভিযোগ। পুলিশ প্রাথমিক তদন্তে জেনেছে, শুধু ছিনতাই নয়, পাশাপাশি আরও অনেক অভিযোগ আছে ওই যুবকের বিরুদ্ধে। এমনকি সরকারি আধিকারিককে অপহরণের মতো তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ।

বলে রাখা ভালো, উক্ত ঘটনার পর থেকেই যুবকের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী পলাতক। পুলিশ তার খোঁজেও শুরু করেছে তল্লাশি। ধৃত যুবকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।