সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Maggi ও কফি-চা এবং দুধ কি’ন’তে বাড়তি টা’কা গুনতে হ’বে: রিপোর্ট

দিনের পর দিন বেড়েই চলেছে সমস্ত খাদ্যসামগ্রীর দাম, যার মধ্যে এবার সম্প্রতি নাম লেখালো ম্যাগি। সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, আগামী কিছুদিনের মধ্যেই ১৬% দাম বাড়তে চলেছে ম্যাগির। ম্যাগি আমাদের সবার খুব প্রিয় একটি খাবার, যার কারণে এর চাহিদা প্রচুর।

কম সময়ের মধ্যে একটি পুষ্টিযোগ্য খাবার এই ম্যাগি। সারা বিশ্বে এই ম্যাগির জনপ্রিয়তা তুঙ্গে। এখন যদি ম্যাগির দাম বৃদ্ধি করা হয়, তাহলে তো স্বাভাবিক ভাবেই একটা প্রভাব পরবে গ্রাহকদের ওপরে। কিছুদিন আগেই ১০ টাকার ম্যাগির প্যাকেটের দাম ১২ টাকা করা হয়েছে। এখন সেই দাম কত বৃদ্ধি করা হবে সেটাই প্রশ্ন?

একটা সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, ৭০ গ্রামের প্যাকেটের দাম ১২ টাকা থেকে ১৪ টাকা করা হতে পারে। এদিকে আবার ১৪০ গ্রাম ম্যাগি নুডলসের দাম ১২.৫% বৃদ্ধি করা হবে বলেও শোনা যাচ্ছে।৫৬০ গ্রামের দাম আবার এদিকে হওয়ার কথা ৯৬ থেকে ১০৫ টাকা। এই বৃদ্ধি সাধারণ মানুষ কিভাবে নেবে সেটাই দেখার।

আরো পড়ুন: ১৪৫ জন যাবজ্জীবন কা’রা’দ’ণ্ড প্রা’প্ত বন্দিকে মু’ক্তি রাজ্য সরকারের

শুধু কি ম্যাগি তা নয়, নেসলে তাদের আরো বিভিন্ন প্রোডাক্টের দাম বাড়াতে চলেছে সামনেই । যার মধ্যে নেসক্যাফি পাউডারের নাম রয়েছে সবার আগে। ন্যাসক্যাফের দাম ৩-৭ % দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৫ গ্রাম ন্যাসক্যাফের দাম ৭৮ থেকে ৮০ করা হয়েছে।৫০ গ্রামের দাম ১৪৫ থেকে ১৫০ করা হয়েছে। এতকিছুর দাম বাড়ছে তাহলে দুধের দাম না বেড়ে থাকে কি করে। নেসলে তাদের এ+ মিল্ক ১ লিটারের দাম বাড়িয়ে করল ৭৫ থেকে ৭৮ টাকা লিটার।