সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দীঘার সৈ’ক’তে ইভটিজিং, গ্রে’ফ’তা’র হাওড়ার ৭ প’র্য’ট’ক

দিঘার সমুদ্র সৈকতে চলছিল ইভটিজিং। মহিলাদের উত্ত্যক্ত করার অপরাধে অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করলো পুলিশ। পুলিশের তৎপরতায় দীঘার সমুদ্র সৈকত থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হাওড়া থেকে দিঘায় বেড়াতে এসেছিলেন ৭ জন যুবক। অপরপক্ষে একবার মহিলাও দীঘা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন। সেখানেই মহিলাদের উত্ত্যক্ত করছিলেন ওই যুবকেরা।

মহিলাদের অভিযোগ, সমুদ্রসৈকতে তাদের বিরক্ত করছিলেন ওই যুবকেরা। বারবার তাদের বারণ করা হলেও তারা শুনছিলেন না। এর পরেই তারা পুলিশের দ্বারস্থ হন। মহিলাদের থেকে অভিযোগ পেয়ে পুলিস তৎক্ষণাৎ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। উল্লেখ্য করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই আবার দীঘায় ফিরছেন পর্যটকেরা। তার জন্য অবশ্য একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

দীঘায় ঘুরতে আসা পর্যটকদের করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নতুবা করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এত বিধি নিষেধ সত্ত্বেও অবশ্য ভ্রমণবিলাসীরা পর্যটনে আসছেন। এতে পর্যটন ব্যবসার উন্নতি হয়েছে। তবে পুলিশের কড়াকড়িতে সিঁদুরে মেঘ দেখছেন হোটেল ব্যবসায়ীরা। পুলিশের কড়া নির্দেশ, টিকা না নেওয়া থাকলে অথবা করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ না থাকলে হোটেলে পর্যটকদের থাকতে দেওয়া যাবে না।

রিপোর্ট না থাকার দরুন দীঘা থেকে ইতিমধ্যে একাধিক পর্যটককে ফেরত পাঠিয়ে দিয়েছে পুলিশ। লকডাউন একটু শিথিল হতেই দিঘা, মন্দারমণির মতো পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় বাড়ছে। তবে প্রশাসনের কড়া নজর রয়েছে সর্বত্র। পুলিশের নজর এড়িয়ে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় জমাতে পারবেন না কেউ। যদিও নতুন এই নির্দেশিকা নিয়ে পর্যটক এবং পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীরা বেশ বিপাকে পড়েছেন।