সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সকলে ভেবেছিলেন হিজাব পরে মুসলিম নারীরা মোদির বি’রো’ধী’তা করবেন! কিন্তু করলেন অন্যকিছুই

বিজেপির বিরুদ্ধে মুসলিম বিরোধী হওয়ার তকমা রয়েছে। বিজেপি রাজ্যে নাকি সংখ্যালঘুরা নিরাপদ নয়। এমন অভিযোগ বারবার উঠেছে। তবে ভোপালে মুসলিম মহিলাদের মধ্যে কিন্তু মোদি সরকারের জয়জয়কার চলছে। তাদের কাছে বিজেপি মুসলিম বিরোধী নয়। বরং তারা মোদি সরকারকে ধন্যবাদ জানান।

সোমবার ভোপালে নবনির্মিত বিশ্বমানের রানী কমলাপতি রেলওয়ে স্টেশনের উদ্বোধন করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রীর কনভয় অনুষ্ঠান মঞ্চের দিকে এগিয়ে যেতেই দেখা যায় রাস্তার ধারে একদল মহিলা দাঁড়িয়ে রয়েছেন। তাদের সকলের হাতে জাতীয় পতাকা, মোদির প্ল্যাকার্ড এবং পরনে রয়েছে বোরখা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা দায়িত্বে থাকা আধিকারিকেরাও এই দৃশ্য দেখে চমকে ওঠেন।

তারা প্রথমে ভেবেছিলেন যে মোদিকে কেন্দ্র করে হয়তো বিক্ষোভ দেখাতে মহিলারা সমবেত হয়েছেন। পরে জানা যায় তারা আসলে মোদিকে ভোপালে স্বাগত জানানোর উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। আসলে মহিলারা ‘তিন তালাক’ প্রথা তুলে দেওয়ার উদ্দেশ্যে নরেন্দ্র মোদির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

প্রসঙ্গত এর আগের লোকসভা নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী স্লোগান দিয়েছিলেন “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস”। এতে কার্যত মুসলিমদেরও তিনি বার্তা দিয়েছিলেন যে তারা অচ্ছুৎ নন। শরিয়া আইন মতে মুসলিম রমণীদের অত্যন্ত রক্ষণশীল জীবনযাপন করতে হয়। একবিংশ শতাব্দীতে তিন তালাকের মত প্রথা ছিল মহিলাদের জন্য ক্ষতিকারক। মোদি সরকার এই কুপ্রথা থেকে মহিলাদের মুক্তি দিয়েছে। তাই মুসলিম মহিলারা সমবেতভাবে মোদিকে ধন্যবাদ জ্ঞাপন করে গেলেন।