Home দেশ বি’য়ে’র ইচ্ছে থাকলেও কোনোভাবেই জু’ট’ছে না বউ! গ্রামের অধিকাংশ পুরুষই অবিবাহিত

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’য়ে’র ইচ্ছে থাকলেও কোনোভাবেই জু’ট’ছে না বউ! গ্রামের অধিকাংশ পুরুষই অবিবাহিত

বারংবার বিভিন্ন মন্ত্রী এমনকি খোদ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিও সুফল পাওয়া যায়নি। আমরা কথা বলছি বিহারের এমন কিছু গ্রামের যেখানে নেই কোন বিদ্যুৎ সংযোগ, নেই কোন পাকা রাস্তা। চরম বিপদজনক অবস্থায় দিন কাটান এই সমস্ত গ্রামের বাসিন্দারা।

এই গ্রামগুলি হল পিপাড়িয়া-পাথুয়া-কানহাইপুর-বাসাউনা যেখানে নেই কোন বড় শিল্প, শুধু কোন প্রকারের দিনগত পাপ ক্ষয় হয়ে চলে জীবন। এখানেই শেষ নয়, এই গ্রামে অধিকাংশ পুরুষই রয়েছে অবিবাহিত। মনের ইচ্ছে থাকলেও উপায় নেই এ যেন ঠিক প্রচলিত প্রবাদের উলট পুরাণ।

বিখ্যাত সেই সিনেমার ডায়লগ বউ চলে গেলে “বউ পাওয়া যায় মা চলে গেলে মা পাওয়া যায় না।” এখানে পুরুষদের একটি বউ জোটাতেই হিমশিম খেতে হচ্ছে। সেখানে একের অধিকের প্রশ্নই ওঠে না।

আরো খবর: ভাবতেন বি-টাউনের সব অভিনেতাই তাঁকে মা’র’তে চান! কেরিয়ারের মধ্যগগনে থেকেও হা’রি’য়ে যান পরভিন

রীতিমতো সাধ্য সাধনা করেও কারোর ভাগ্যই শিঁকে ছিঁড়ছে না। কারণ শুনলে অবাক হয়ে যেতে হয়। যে গ্রামে নেই কোন মোবাইল টাওয়ার বিদ্যুৎ এবং পাকা রাস্তা সেখানে মানুষের শারীরিক অসুস্থতায় কিভাবে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে সেটি এই অঞ্চলের বড় সমস্যা।

বলা চলে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন এই চারটি গ্রাম যেখানে উন্নতির ছিটে ফোঁটাও হয়নি। এইসব সমস্যাকে মাথায় রেখেই কোন মেয়ের বাবা-মায়েরা ওই গ্রামে তাঁর মেয়ের বিয়ে দিতে চাইছে না।

তাই একপ্রকার অবিবাহিত হয়েই দিন কাটছে ওই গ্রামের অধিকাংশ পুরুষদের। আগামী দিনে এই সমস্ত সমস্যার সুরাহা না হলে যে কি পরিণতি হতে চলেছে তা আগামী দিনেই বোঝা যাবে।