সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্টুডেন্ট ক্রেডিট কা’র্ড থাকলেও ব্যাংক দি’চ্ছে না টা’কা, কলেজে ভ’র্তি হয়ে বি’পা’কে পড়ুয়া

স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের পড়ুয়াদের পড়াশোনার সুবিধার জন্য। কিন্তু সেই কার্ডে মিলছে না টাকা, এমনই অভিযোগ বীরভূমের সিউড়ির এক এমবিএ পড়ুয়া পরিবারের।

সিউড়িতে জেলাশাসকের দফতরে এসে সিউড়ির ছাত্র অমিতাভ মহন্ত প্রশাসনের আধিকারিকদের হাত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের স্টুডেন্ট ক্রেডিট কার্ড সংগ্রহ করেছিলেন। কিন্তু কার্ড পেলেও টাকা পাননি বলে অভিযোগ তার। অমিতাভ মহন্ত দুর্গাপুরের একটি কলেজের প্রথম বর্ষের এমবিএ স্টুডেন্ট।

বাবা পেশায় বাসের খালাসি। সামান্য কিছু মাইনের চাকরি করেন তিনি। তবে স্বপ্ন দেখেন ছেলেকে বড় করে তোলার। আর সেই কারণেই এমবিএ পড়ানোর জন্য পাঠিয়েছিলেন দুর্গাপুরের একটি কলেজে।

আরো পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করির একটি ঘোষণায় আনন্দ ধ’রে রা’খ’তে পারছেন না গাড়ি চালকরা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা জানার পরই আরও ভরসা পেয়েছিলেন। আশার আলো দেখেছিলেন তিনি। আর সেখানেই বিপত্তি। অভিযোগ, ব্যাঙ্কে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে।

মেলেনি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকা। বার বার অসুস্থ মা ও বাবাকে নিয়ে ব্যাঙ্কে ছুটে গিয়েছে অমিতাভ। কিন্তু কখনও আশ্বাস মিলেছে। কখনও মিলেছে ধমক। কার্ড বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে অভিযোগ অমিতাভের মায়ের।

আরো পড়ুন: WOW, ভারতে ল’ঞ্চ হ’তে চলেছে উড়ন্ত গাড়ি! ন’য়া প্ল্যান নি’য়ে হা’জি’র Suzuki

টাকা না মেলায় এরপর বাধ্য হয়ে প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা বাজার থেকে ধার করে অমিতাভকে কলেজ কর্তৃপক্ষকে শোধ করতে হয়েছে বলে অভিযোগ। এখন যেখান থেকে ধার করা হয়েছিল সেখানে প্রথম বর্ষের টাকা-ই এখনও শোধ করা হয়নি।

এবার দ্বিতীয় বর্ষ আসতে চলেছে, ফের কীভাবে টাকা জোগাড় করবেন, তা নিয়েই চিন্তায় অমিতাভর পরিবার। সব মিলিয়ে অমিতাভ মহন্ত ও তার পরিবারের দাবি বিষয়টি যাতে জেলা প্রশাসন খতিয়ে দেখে। তাদের ন্যায্য টাকা যেন তাঁরা পান।