সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

KK বি’ত’র্কে রূপঙ্করের পাশে নেই ইমন-রাঘব, দিলেন বিশেষ বা’র্তা

বলিউড গায়ক কেকে-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত ট্রোলড হতে হচ্ছে রূপঙ্কর বাগচীকে। অবশেষে সাংবাদিকদের বৈঠকে বিবৃতি পাঠ করে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। কিন্তু তাতেও কার্যত কোনো সুরাহা হয়নি।

ফেসবুক লাইভে এসে তিনি তার যে সহকর্মীদের নাম উল্লেখ করেছিলেন তারাও কার্যত তার পাশে দাঁড়াচ্ছেন না। সম্প্রতি এই বিষয়ে ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, সোমলতা আচার্য্যরা মুখ খুললেন সংবাদমাধ্যমের কাছে।

ইমন চক্রবর্তীর সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে আগেই নিজের ক্ষোভের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন ব্যক্তিগত মতামত প্রকাশ করতে গিয়েও যখন অন্য কোনো ব্যক্তির নাম নেওয়া হয় তখন তার অনুমতি নেওয়া প্রয়োজন। রূপঙ্কর তার সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা করেননি। তাই তিনি এতে ক্ষুব্ধ হয়েছেন।

আরো পড়ুন: স্মলপক্সের টি’কা নেওয়া থাকলে কি মাঙ্কিপক্স হ’বে না আপনার? জানুন উত্তর

অন্যদিকে রাঘব চট্টোপাধ্যায় দাবি করেছেন এই বিষয়ে আগে তার মতামত নেওয়া প্রয়োজন ছিল। কারণ এখন যদি তিনি দাবি করেন শ্রীকান্ত ভট্টাচার্য, নচিকেতা চক্রবর্তীরা রোনাল্ডোর থেকে ভালো ফুটবল খেলেন তাহলে তার কথার দায় অন্যরা নেবে কেন? সোমলতা স্পষ্ট বলে দিয়েছেন তিনি রূপঙ্করের কথার সঙ্গে মোটেই সহমত নন।

ছোটবেলা থেকে তিনি কেকের গান শুনে বড় হয়েছেন। তিনি তার অনুপ্রেরণা। তিনি কেকের থেকে ভালো গান করেন এটা বলতে পারবেন না। যদিও এই তিনজনের থেকে মনোময় ভট্টাচার্যের মতামত অবশ্যই কিছুটা আলাদা।

তিনি বলেন রূপঙ্কর যা বলেছেন তা নিজের আবেগ থেকে বলেছেন। সেক্ষেত্রে তাদের অনুমতি নেওয়া বা আলোচনা করার প্রয়োজন ছিল না। কেকের আকস্মিক মৃত্যু না হলে বিষয়টা এতদূর গড়াতো না বলে তিনি উল্লেখ করেছেন।