সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভবানীপুরের বস্তি এলাকায় ED-র ত’ল্লা’শি, এখানেই নাকি লেনদেন হয়েছে কোটি কোটি টা’কা!

মঙ্গলবার সকালবেলা ভবানীপুরের শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের এক বস্তিতে রেইড করেন ইডি কর্তারা। সূত্রে খবর, ভবানীপুরে অনেকের অ্যাকাউন্ট ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিপুল টাকা লেনদেন হত। গার্ডেন রিচের আমির খানকে জেরা করে ভবানীপুরের এই চক্রের খোজ পায় ED। এই তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, মোবাইল অ্যাপ প্রতারণা মমলায় আমির খানের বাড়ির বক্স খাট থেকে ১৭ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। এছাড়া তার বিরুদ্ধে ক্রিপটোকারেন্সি ও ডার্ক ওয়েবের পথে কোটি কোটি পাচারের অভিযোগে রয়েছে।

আমিরের নামে থাকা ১৪৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করেছিল ED।এর পর থেকে সে শ্রীঘরে রয়েছে।তাকে জেরা করেই এই নতুন তথ্য হাতে পড়েছে। ক্রিপ্টোকারেন্সি একটি ডিজিটাল মুদ্রা। এনক্রিপশন অ্যালগরিদম ব্যবহার করে তৈরি করা হয়েছে মুদ্রাটি। অর্থ আদান -প্রদানের একটি বিকল্প পদ্ধতি।

আরো খবর: মার্চ মাসে দেশজু’ড়ে ১২ দিন ব্যাংক বন্ধ থাকবে, সব কা’জ আগেভাগেই সে’রে নিন!

ক্রিপ্টোকারেন্সির অন্য নাম ভার্চুয়াল কারেন্সি বা ডিজিটাল কারেন্সি। এটি প্রথম ডিজিটাল কারেন্সি যেটি সারা বিশ্বে অনলাইন এবং অফলাইনে বৈধ অর্থপ্রদানের পদ্ধতি হিসেবে ব্যাপকভাবে গৃহীত হয়েছে।কিছু দেশে এটি বৈধ হলেও ভারতে অবৈধ।

সূত্রে খবর কিছুদিন আগে গত ২০ ফেব্রুয়ারি,ভবানীপুরে এলাকার অঙ্কিত নামের এক যুবকের বাড়িতে হানা দেয় ইডি কর্তারা।এবার হানা রোহানের বাড়িতে।ED র আশঙ্কা রোহন, অঙ্কিতদের অ্যাকাউন্ট ‘ভাড়া’ করেই ক্রিপ্টোর লেনদেন হত, যার ভারতীয় মূল্য কোটি টাকার বেশি।এই চক্রের পান্ডার খোঁজে তল্লাশি চালাচ্ছে ED ।