সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মার্চ মাসে দেশজু’ড়ে ১২ দিন ব্যাংক বন্ধ থাকবে, সব কা’জ আগেভাগেই সে’রে নিন!

আমাদের দেশে ফাইন্যান্সিয়াল ইয়ার (Financial Year) ধরা হয় এপ্রিল মাস থেকে মার্চ মাস পর্যন্ত।আজ ২৮শে ফেব্রুয়ারি (February), মাসের শেষ দিন। আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার- এর শেষ মাস মার্চ (March)। ফলে মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩১ মার্চের মধ্যে ব্যাংকগুলোকে বছরে সমস্ত লাভ – ক্ষতির হিসেব দিতে হয়।

সূত্রে খবর, ১ মার্চ থেকেই একাধিক নিয়মেও পরিবর্তন হতে পারে, যার সরাসরি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের ওপর। মার্চ মাসেই রাজ্য ভেদে হোলির পাশাপাশি আরও অন্যান্য উৎসব রয়েছে। যার কারণে সরকারি – বেসরকারি ক্ষেত্র এবং ব্যাংকও বন্ধ থাকবে। তাই আপনার দরকারি কাজগুলো এখনই সেরে ফেলুন। সম্প্রতি আগামী মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে অনলাইন পরিষেবার সুবিধা সবসময় চালু থাকবে।

মার্চ মাসে নিন্মের ১২টি তারিখে বন্ধ থাকবে ব্যাঙ্ক-

৩ মার্চ-চাপচার কুট (আইজল, মিজোরাম),
৫ মার্চ- রবিবার ,
৭ মার্চ- হোলিকা দহন/ধুলান্ডি/দোল যাত্রা (বেলাপুর, দেরাদুন, গুয়াহাটি, হায়দ্রাবাদ-তেলেঙ্গানা, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, পানাজি, রাঁচি এবং শ্রীনগর )।
৮ মার্চ- হোলি- ধুলেটি/ইয়াওসাং দ্বিতীয় দিন (আগরতলা, আহমেদাবাদ, আইজল, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, ইম্ফল, কানপুর, লখনউ, নতুন দিল্লি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা),
৯ মার্চ- হোলি ( বিহার)

আরো খবর: বুধাদিত্য যোগের প্র’ভা’বে ৬ রাশির ইনকাম বা’ড়’বে ১৬ দিনের মধ্যেই, হতে পা’রে চাকরি!

১১ মার্চ- মাসের দ্বিতীয় শনিবার,
১২ মার্চ- রবিবার,
১৯ মার্চ – রবিবার,
২২ মার্চ – গুড়ি পাড়বা/ উগাদি উৎসব/ বিহার দিবস/সাজিবু নংমাপানবা (চেরাওবা)/.তেলেগু নববর্ষের দিন/ প্রথম নবরাত্রি (বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ-তেলেঙ্গানা, ইম্ফল, জম্মু, মুম্বাই, নাগপুর, পানাজি, পাটনা, শ্রীনগর)।
২৫ মার্চ- মাসের চতুর্থ শনিবার,
২৬ মার্চ- রবিবার,
৩০ মার্চ – শ্রী রামনবমী (আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, হায়দ্রাবাদ-তেলেঙ্গানা, জয়পুর, কানপুর, লখনউ, মুম্বাই, নাগপুর, পাটনা, রাঁচি, সিমলা)।