সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের অনুব্রতর মেয়ে সুকন্যাকে ডেকে পাঠালো ED! এবার কি হা’জি’রা দেবেন?

বারবার যেন পাখি ধরা দিয়েও ধরা দিচ্ছে না। এদিকে প্রলম্বিত হয়ে যাচ্ছে বিচার প্রক্রিয়া। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে এন ফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লিতে বারবার তলব করেছে। অসুস্থতার দোহাই দিয়ে সুকন্যা বারবার সেই হাজিরা এড়িয়ে যাচ্ছেন।

আগামী সপ্তাহের সুকন্যাকে দিল্লি নিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করছে ইডি। সম্প্রতি আসানসোলের সংশোধনাগারের সুপার কৃপাময় নন্দকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা।

সুকন্যাকে মার্চ মাসে ডাকা হয়েছিল অথচ তিনি জানিয়ে দিয়েছিলেন আইনজীবী মারফত তিনি নাকি অসুস্থ। দ্বিতীয়বার তাকে ডাকা হয়েছিল নোটিশ দিয়ে কিন্তু সেবারেও সাড়া মেলেনি তার। কি কারণে এখনো পর্যন্ত বাবা তথা তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হতে চাইছেন না সুকন্যা সেই ব্যাপারে কিছু জানা যায়নি।

আরো খবর: সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সন্তানরা কোথায় পড়াশোনা করছে? মিললো বি’স্ফো’র’ক উত্তর

কেউ কেউ বলছেন বাবার নামে দোষ চাপিয়ে দিয়েছে আগেই মেয়ে এবার সত্যি কথা বলতে গেলে সমস্যায় পড়তে হবে এই ভেবে সে চুপ করে রয়েছে। অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করবার কথা জানিয়ে দেয় ইডি।

এর আগে সুকন্যা জানিয়েছিলেন আমি কিছু জানি না সব বাবা জানে। এরপর অনুব্রতকে মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনিও জানিয়ে দেন আমার মেয়ে কিছু জানে না।

তবে দুজনের মধ্যে কে কি জানেন তা জানবার জন্যই তাদের মুখোমুখি বসিয়ে জেরা করবার কথা ভাবছে ইডি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সুকন্যা বাবার মুখোমুখি হচ্ছেন ততক্ষণ যেমন তিনি রেহাই পাচ্ছেন না তেমন অনুব্রতর গরু পাচার মামলায় বিচার প্রক্রিয়া থমকে যাচ্ছে।