সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অপেক্ষা শে’ষ, প্রকাশিত হ’লো প্রাথমিক টেটের “ফাইনাল অ্যানসার কি”, কত নম্বর পেলেন?

প্রকাশ করা হলো প্রাইমারি টেট পরীক্ষার আনসার কি,www.wbbpe.org এবং wbbprimaryeducation.org প্রাথমিক শিক্ষা পরিষদের এই ওয়েবসাইটগুলোতে আপলোড করা হয়েছে আনসার কি। এইসবের থেকেই প্রার্থীরা নিজেদের উত্তর মিলিয়ে নিতে পারবে।

বিশেষজ্ঞ কমিটির কথামতো এনসার কি তৈরি করা হয়েছে গত বৃহস্পতিবার এই কথা জানিয়ে দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আনসার কি নিয়ে কোন প্রশ্ন তোলা যাবে না, আগামীতে যে ফল ঘোষণা করা হবে সেটা এই এনসার কির উপর ভিত্তি করেই।

প্রথমেই আপনাকে আনসার কি দেখার জন্য পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপরেই NOTICE: FINAL ANSWER KEYS OF TET-2022, অপশনে ক্লিক করতে হবে। আর সেখানেই খুলে যাবে একটি পিডিএফ, যেটার মধ্যে রয়েছে চূড়ান্ত উত্তর পত্র।

আরো খবর: আজ শুক্রবার, জানুন কেমন কা’ট’বে সারাদিন, দেখুন রাশিফল (10.02.2023)

স্বাভাবিকভাবেই আপনাকে সেই পিডিএফ ডাউনলোড করতে হবে এবং নির্দিষ্ট সেট হিসেবে আপনার উত্তরগুলো মিলিয়ে নিতে হবে, আর তাতেই বুঝতে পারবেন আপনি পরীক্ষায় কত পেয়েছেন?

আনসার কি প্রকাশ হয়ে গেছে পর্ষদের তরফ থেকে, তাহলে রেজাল্ট কবে প্রকাশ হবে? শোনা যাচ্ছে আজ শুক্রবার প্রাইমারি টেটের ফলাফল প্রকাশ করা হতে পারে তবে এই নিয়ে চূড়ান্ত কোনো বার্তা শোনা যায়নি পর্ষদের তরফ থেকে।