সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দোকানে শো করা পুতুলের করতে হবে শি’র’চ্ছে’দ, ইসলামে মূ’র্তি হা’রা’ম, নয়া ফরমান জা’রি তা’লি’বা’নে’র

ক্ষমতায় আসার পর থেকেই কার্যত আফগানিস্থানে স্বেচ্ছাচারী আইন পাশ করে যাচ্ছে তালিবানরা। শুধু তাই নয় প্রত্যেক আফগানকে সেই স্বেচ্ছাচারী আইন মানতে বাধ্য করছে তারা। তালিবানদের নয়া ফরমান, এবার থেকে দোকানে কুশপুত্তলিকা বা ম্যানিকুইন রাখলে তার শিরশ্ছেদ করতে হবে। যেহেতু ইসলাম ধর্মে মূর্তি পূজা বা মূর্তি রাখা নিষিদ্ধ! তাই এবার থেকে এই ধরনের কোনো পুতুলের মাথা থাকবে না!

তালিবানদের যুক্তি, এই কুশপুত্তলিকাগুলি আসলে ইসলামের নিয়ম লঙ্ঘন করছে। এই সপ্তাহের পূণ্যের প্রচার এবং দুষ্কর্ম প্রতিরোধ করার জন্য গঠন করার তালিবানি মন্ত্রক এমন ফরমান জারি করেছে। প্রত্যেক দোকানে এমন মূর্তি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরে দোকানদারদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মূর্তির শিরশ্ছেদ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দোকানদারদের যুক্তি একটি পুতুলের দাম 70 থেকে অন্ততপক্ষে 100 ডলার পর্যন্ত হয়। সেগুলোকে সরিয়ে দেওয়া বা তাদের মাথা কেটে ফেলা মানে প্রচুর ক্ষতি হবে তাদের। কিন্তু তালিবানি শাসনে তাদের জারি করা ফরমান মানতেই হবে। ক্ষমতায় আসার পর থেকেই এমন একাধিক বিধিনিষেধ জারি করেছে তারা। বিশেষত মহিলাদের ঘরবন্দি করতে তৎপর হয়ে পড়েছে তালিবানি শাসকরা।

ক্ষমতায় আসার পর তালিবানরা অবশ্য বলেছিল তারা নারী এবং সবার অধিকারের জন্য কাজ করবে। তবে সরকার গঠনের আগে থেকেই কার্যত তালিবানরা জনগণের অধিকারে হস্তক্ষেপ করতে শুরু করে। বিশেষত নারী অধিকার খর্ব করতে এবং তাদের লেখা পড়া নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে তালিবান জঙ্গিরা।