সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জলে হা’ত দিতেই মাথা তু’লে ছো’ব’ল সাপের, হা’ড়’হি’ম করা ভিডিও একবার দেখবেন কি?

সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে অনেক কিছুই ভাইরাল হয়ে যায়। তেমন একটি ভয়ংকর ভিডিও সম্প্রতি নজর কেড়েছে সকলের। ব্রাজিলের এক মাছ ধরার সহকারি কোনমতে প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছেন এনাকোন্ডার হাত থেকে। অ্যানাকোন্ডার ছোবলে প্রায় জীবন সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাচ্ছিল তার।

৩৮ বছরের জোয়া সেভেরিনো নামে এক ব্যক্তি তোলা একটি ভিডিও সম্প্রীতি সোশ্যাল মিডিয়াতে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, জলের মধ্যে বসে রয়েছে একটি অ্যানাকোন্ডা। সেন্ট্রাল ব্রাজিলের একটি নদীতে গত ৩০শে জুন এমন ঘটনা ঘটে গেছে।

সেখানকার একটি নদীতে একদল পর্যটক একটি বোটে করে বেড়াতে এসেছিলেন। সেখানেই ঘটে যায় এমন ভয়ংকর কান্ড। মাত্র কুড়ি সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে একটি কাঠের পাটাতনের মধ্যে শুয়ে রয়েছে একটি অ্যানাকোন্ডা।

আরো পড়ুন: স্ত্রীকে কি’ছু না জা’নি’য়ে প্রেমিকাকে নি’য়ে মালদ্বীপে ইঞ্জিনিয়ার স্বামী, বাড়ি ফিরতেই যা হলো

সাবেরিনো নামে এক ব্যক্তি ক্যামেরা ফোকাস করলে হঠাৎ করে অ্যানাকোন্ডা ওই ব্যক্তির উপর লাফিয়ে ওঠে। আবার সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যে জলের মধ্যে তলিয়ে যায়। কিন্তু ছোবল দিতে এলেও কোনো রকমে ওই ক্যামেরা ধারী নিজেকে সরিয়ে নিয়ে আর ফলে এক্ষেত্রে প্রাণ বাঁচিয়ে নিতে পারেন।

 

View this post on Instagram

 

A post shared by João Severino (@lavaginha_)

জানা যায় সাপটি ৩০ ফুট লম্বা ছিল ওজন ছিল ৫৫০ পাউন্ড। দক্ষিণ আমেরিকার বুয়া পরিবারের সবুজ অ্যানাকন্ডা বিশ্বের সবথেকে বড় সাপ। মহিলা অ্যানাকোন্ডা পুরুষদের থেকে লম্বায় অনেক বেশি হয়। অ্যামাজনের রেন ফরেস্ট অঞ্চলে এই সমস্ত সাপ বেশি দেখা যায়।