সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সন্তান জ’ন্ম দিতে অনলাইনের দ্বা’র’স্থ তরুণী, কো’লে এ’লো ফুটফুটে “ইন্টারনেট বেবি” ইডেন

আজকাল প্রায় সব জিনিসই অনলাইনে পাওয়া যায়। নিত্যপ্রয়োজনীয় মুদিখানা সামগ্রী থেকে শুরু করে চটজলদি খাবার, সবই এখন একটা স্মার্ট ফোন মারফত অর্ডার দিলেই বাড়িতে চলে আসে। তাই বলে জল জ্যান্ত একটি শিশু? অনলাইনে গ’র্ভ’ধা’র’ণ? কিভাবে সম্ভব? এমন অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছেন ব্রিটেনের বাসিন্দা স্টেফনি টেলর। কারণ সম্প্রতি ইন্টারনেটে দৌলতেই তিনি তার দ্বিতীয় সন্তানকে পেয়েছেন।

দ্বিতীয় সন্তানের মা হতে চাইছিলেন ওই মহিলা। কিন্তু পুরুষ সঙ্গীকে ছাড়াই তিনি গ’র্ভ’ধা’র’ণ করতে চাইছিলেন। আর সেই কারণেই কার্যত তিনি এমন একটি পদ্ধতি চাইছিলেন যেখানে সঙ্গমের প্রয়োজনীয়তা নেই। সাধারণত এক্ষেত্রে তার একমাত্র মাধ্যম ছিল চিকিৎসকের শরণাপন্ন হওয়া। কিন্তু অনলাইনের উপর ভরসা রেখেই তিনি সম্প্রতি এক ফুটফুটে সন্তানের জন্ম দিলেন। এমন অসম্ভব কে সম্ভব করে দেখিয়েছে ‘জাস্ট এ বেবি’ অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন মারফত শুক্রাণুদাতা থেকে শুরু করে শুক্রাণু গর্ভে প্রতিস্থাপনের যন্ত্রও পাওয়া যায়।

নিজের এক পরিচিত এর কাছ থেকে তিনি প্রথম এমন অ্যাপ্লিকেশনের কথা জানতে পারেন। তিনি যেমনটা চাইছিলেন তেমনভাবেই সন্তান এসেছে তার কোলে। এই অনলাইন অ্যাপ্লিকেশনে অর্ডার করা মাত্রই শুক্রাণু থেকে শুরু করে গর্ভধারণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও বাড়িতেই পেয়ে যান মহিলা। এরপর বাড়িতেই তিনি গ’র্ভ’ধা’র’ণের চেষ্টা করেন এবং সফল হন।

দশ মাস দশ দিন পর তার কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে এক সন্তান। এই খবর নেট মাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়ছে। অনেকেই প্রশ্ন করছেন এই মহিলা কেন চিকিৎসকের দ্বারস্থ হলেন না? চিকিৎসকের পরামর্শ কেন নিলেন না? সে ক্ষেত্রে তিনি উত্তর দিয়েছেন, চিকিৎসকের শরণাপন্ন হয়ে গ’র্ভ’ধা’র’ণ করতে গেলে তাকে অনেক বেশি অর্থ খরচ করতে হতো। সেই জায়গায় বাড়িতে বসেই তিনি বলতে গেলে বিনা খরচেই গ’র্ভ’ধা’র’ণে সক্ষম হয়েছেন। তার এই সন্তানকে নেটিজেনরা বলছেন ই-বেবি।